HighlightNewsআন্তর্জাতিক

হয়রানির শিকার হাজ্ব যাত্রীরা, উঠছে অব্যবস্থার অভিযোগ, প্রতিবাদ জামাআতে ইসলামীর

আব্দুস সালাম, টিডিএন বাংলা: শুরু হয়েছে মুসলিম সম্প্রদায়ের পবিত্র হজ্বের মরসুম। সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ মানুষ হজ্ব পালনের উদ্দেশ্যে পবিত্র মক্কা নগরীর লক্ষ্যে যাত্রা শুরু করেছেন। সেই অনুযায়ী বাংলা তথা ভারত থেকেও শুরু হয়েছে হজ্ব যাত্রা। কিন্তু সেই যাত্রা শুরু করার প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত পাসপোর্ট, ভিসা, প্লেনের টিকিট পাওয়া ইত্যাদি সব ক্ষেত্রেই বাংলা ও আসামের হজ্ব যাত্রীরা চূড়ান্ত অব্যবস্থার শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে হজ্ব যাত্রীদের পক্ষ থেকে। পশ্চিমবঙ্গ হজ্ব কমিটির দায়িত্বহীনতা, সঠিক সময়ে উপযুক্ত পদক্ষেপ না নেওয়া এবং সরকারি কর্মকর্তাদের গাফিলতির কারণে এই চরম অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ তুলে অবিলম্বে এই সমস্যার সমাধান করার আহ্বান জানিয়েছে জামাআতে ইসলামী হিন্দের পশ্চিমবঙ্গ শাখা। এই অবস্থা দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়েছেন জামাআতে ইসলামী হিন্দের পশ্চিমবঙ্গের আমীরে হালকা তথা সভাপতি ডা: মসিহুর রহমান সাহেব।

ঠিক কি সমস্যার মুখে পড়ছেন হজ্ব যাত্রীরা?

জানা যাচ্ছে, প্রথম থেকেই পাসপোর্ট ও ভিসা পেতেই সমস্যার মুখে পড়ছেন হজ্ব যাত্রীরা। তারপর প্লেনের টিকিট পাওয়ার ক্ষেত্রেও হয়রানির শিকার হচ্ছেন তারা। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকের অভিযোগ, তাদের যে দিন প্লেন আছে বলে জানানো হচ্ছে হজ্ব কমিটির পক্ষ থেকে, সেদিন তারা হজ্ব হাউসে এসে জানতে পারছেন হঠাৎ করেই তাদের প্লেনের সময় পরিবর্তন করা হয়েছে। মালদা বা মুর্শিদাবাদ থেকে আসা বা অসম থেকে আসা ব্যক্তিদের পক্ষে তো আবার বাড়িতে ফিরে যাওয়া সম্ভব হচ্ছে না। আর হাজ্ব যাত্রীরা একা আসছেন তাদের বিদায় জানাতে তার পুরো পরিবার আসছেন। এখন এত জনকে নিয়ে কলকাতায় হোটেল ভাড়া নিয়ে থাকার মতো সামর্থ্যও আবার তাদের নেই। ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন হজ্ব যাত্রী ও তার পরিবার।

এমতাবস্থায় একটি বিবৃতি দিয়ে জামাআতে ইসলামী হিন্দের পশ্চিমবঙ্গের আমীরে হালকা তথা সভাপতি ডা: মসিহুর রহমান সাহেব বলেন, “পশ্চিমবঙ্গ হজ্ব কমিটির দায়িত্বহীনতা ,সঠিক সময়ে উপযুক্ত পদক্ষেপ না নেওয়ার কারণে বাংলা ও আসামের হজ্ব যাত্রীগণ বিভিন্ন ভাবে সমস্যার সম্মুখীন হয়েছেন যা খুবই দুর্ভাগ্যজনক। তিনি বলেন, খাদিমুল হুজ্জাজদের সঠিক সময়ে মদীনায় না পৌঁছানোর কারণে হজ্ব যাত্রীদের চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে। থাকার ঘর থেকে শুরু করে আসবাবপত্র পেতে সব ক্ষেত্রেই সমস্যার মধ্যে পড়তে হয়েছে হজযাত্রীদের। এই বিষয়ে পশ্চিমবঙ্গ হজ্ব কমিটিকে অনতিবিলম্বে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে।”

Related Articles

Back to top button
error: