HighlightNewsদেশ

“হেট ইন ইন্ডিয়া এবং মেক ইন ইন্ডিয়া সহাবস্থান করতে পারে না”, মোদিকে কটাক্ষ রাহুলের

টিডিএন বাংলা ডেস্ক: দেশের অর্থনৈতিক এবং বেকারত্ব সংকট নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। নিজের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে এদিন একটি ট্যুইট করে রাহুল লেখেন, “হেট ইন ইন্ডিয়া এবং মেক ইন ইন্ডিয়া একসঙ্গে সহাবস্থান করতে পারে না।” সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে “ঘৃণার রাজনীতি” বন্ধের আবেদন জানিয়ে চিঠি লিখেছেন দেশের প্রাক্তন আমলারা। এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে “মেক ইন ইন্ডিয়া” প্রকল্পের কথা স্মরণ করিয়ে ভারত থেকে বেশ কয়েকটি গ্লোবাল ব্র্যান্ডের প্রস্থান প্রসঙ্গে কটাক্ষ করেছেন রাহুল গান্ধী। একই সঙ্গে দেশের বেকারত্ব প্রসঙ্গেও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন রাহুল।

 

নিজের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে এদিন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী লেখেন,”ভারতের বাইরে ব্যবসা চালানো সহজ। ৭টি গ্লোবাল ব্র্যান্ড, ৯টি কারখানা, ৬৪৯টি ডিলারশিপ, ৮৪,০০০ চাকরি”। তিনি আরো বলেন,”মোদীজি হেট-ইন-ইন্ডিয়া এবং মেক-ইন-ইন্ডিয়া একসঙ্গে সহাবস্থান করতে পারে না। পরিবর্তে ভারতের বিধ্বংসী বেকারত্ব সংকটের দিকে এখন মনোযোগ দেওয়ার সময়।”
নিজের ওই ট্যুইটের সঙ্গে রাহুল গান্ধী একটি ছবি শেয়ার করেছেন যেখানে দেখানো হয়েছে সাতটি গ্লোবাল ব্র্যান্ড ইতিমধ্যেই ভারত ছেড়ে বেরিয়ে গিয়েছে। ওই ছবি অনুযায়ী, ২০১৭ সালে শেভ্রোলেট, ২০১৮ সালে ম্যান ট্রাকস, ২০১৯ সালে ফিয়াট এবং ইউনাইটেড মোটরস, ২০২০ সালে হারলে ডেভিডসন, ২০২১ সালে ফোর্ড এবং ২০২২ সালে ড্যাটসন দেশ থেকে বেরিয়ে গিয়েছে।

Related Articles

Back to top button
error: