সিজারের সংখ্যা এত বৃদ্ধির কারণ অনুসন্ধানে কমিটি গঠন স্বাস্থ্যভবনের

টিডিএন বাংলা ডেস্ক: রাজ্যে জুড়ে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে সিজারের সংখ্যা। কমছে স্বাভাবিক প্রসবের হার। সিজারের সংখ্যা এত বৃদ্ধির কারণ অনুসন্ধানে এবার ম্যাটারনাল ডেথ রিভিউ (এমডিআর) কমিটি গঠন করলো স্বাস্থ্যভবন। কেন এখনও এক্ল্যামসিয়া অর্থাত্‍ মাত্রাতিরিক্ত প্রসবোত্তর রক্তক্ষরণের মতো সমস্যায় রাশ টানা যাচ্ছে না? এর উত্তর খুঁজতে এবার সচেষ্ট হল রাজ্যের স্বাস্থ্যদপ্তর।

সম্প্রতি পশ্চিমবঙ্গ জুড়ে প্রসূতি মৃত্যু বেড়েই চলেছে। এই ঘটনায় উদ্বিগ্ন স্বাস্থ্যভবন। আর সেই কারণেই এই কমিটি গঠন করা হয়েছে। জানা গিয়েছে, মঙ্গলবার স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমের তত্ত্বাবধানে এই কমিটির প্রথম বৈঠক অনুষ্টিত হয়েছে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও সরকারি হাসপাতালের সুপাররা। স্বাস্থ্যসচিবের নেতৃত্বাধীন এমডিআর কমিটির ১৬ জন সদস্যও এই বৈঠকে উপস্থিত ছিলেন। প্রসূতি মৃত্যুর হার কমাতে কী কী করণীয়, তা নিয়ে এই বৈঠকে আলোচনা হয়।