Highlightদেশ

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে নিষিদ্ধ করার দাবি হিমন্তর

টিডিএন বাংলা ডেস্ক : ভারতে অ‍্যামনেস্টি ইন্টারন‍্যাশনাল-কে নিষিদ্ধ ঘোষণা করা হোক। এমনই দাবি জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কারণ তার দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অপমান করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এই মানবাধিকার সংগঠন। উল্লেখ্য পেগাসাস কেলেঙ্কারির তদন্তে অ‍্যামনেস্টি ইন্টারন‍্যাশনালের বড় ভূমিকা রয়েছে।

গুয়াহাটিতে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, “পেগাসাস একটা সুপরিকল্পিত আন্তর্জাতিক ষড়যন্ত্র। প্রধানমন্ত্রীকে বদনাম করার জন্য রচিত হয়েছে। অ‍্যামনেস্টি ইন্টারন‍্যাশানাল এই তদন্তের অংশীদার। অ‍্যামনেস্টির ভূমিকা আমরা সবাই জানি। তারা ভারতে বামপন্থী সন্ত্রাসবাদকে উৎসাহিত করছে, দেশকে বদনাম করার জন্য রাতভর কাজ করছে।” এরই সঙ্গে তার সংযোজন, “ভারতে অবিলম্বে অ‍্যামনেস্টি ইন্টারন‍্যাশনালের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি করছি আমি। এই জাতীয় সংস্থা ভারতের গণতান্ত্রিক কাঠামোকে বদনাম করার জন্য যে কোনও সীমা পর্যন্ত যেতে পারে।”

মোদি সরকারের আমলে এর আগেও একাধিকবার সরকারের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে অ‍্যামনেস্টি ইন্টারন‍্যাশনাল। জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার, সিএএ-এনআরসির বিরোধিতা করা থেকে শুরু করে দিল্লি দাঙ্গার মতো একাধিক ঘটনায় মোদি সরকারের তুমুল সমালোচনা করেছে আন্তর্জাতিক এই স্বেচ্ছাসেবী সংস্থা। এরপর গত বছর সেপ্টেম্বরে দেশে এই সংস্থার সব ব‍্যাঙ্ক অ‍্যাকাউন্ট বন্ধ করে দেয় কেন্দ্রীয় সরকার।

Related Articles

Back to top button
error: