Highlightখেলারাজ্য

অ্যাথলেটিক্সে এশিয়ার দ্রুততম মহিলা হিসাবে ইতিহাস গড়লেন বাংলার মেয়ে রেজওয়ানা

টিডিএন বাংলা ডেস্ক: এশিয়া তথা বিশ্বের সামনে ভারতের নাম উজ্জ্বল করে এশিয়ান যুব অ্যাথলেটিক্সে এশিয়ার দ্রুততম মহিলা হিসাবে পুরানো রেকর্ড ভেঙে এক নতুন ইতিহাস
গড়লেন বাংলার মেয়ে রেজওয়ানা মল্লিক হিনা। নদিয়ার মায়াপুরের সোনাডাঙ্গার বাসিন্দা রেজওয়ানা মল্লিক হিনার এশীয় ক্রীড়া প্রতিযোগিতায় এই ঐতিহাসিক সাফল্যে উচ্ছসিত নদিয়া তথা বাংলার ক্রীড়া প্রেমীরা। উজবেকিস্তানের তাসখন্দে আয়োজিত এশিয়ান যুব অ্যাথলেটিক্সে অনূর্ধ্ব ১৮ বিভাগে ৪০০ মিটার দৌড়ে এশিয়ার সবচেয়ে দ্রুততম মহিলা হিসাবে সোনার পদক জিতে নজির গড়েছেন রেজওয়ানা।

জানা গিয়েছে, মাত্র ৫২.৯৮ সেকেন্ডে ৪০০ মিটার পার করে নয়া ইতিহাস গড়েন রেজওয়ানা। এর আগে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন সালওয়া ইদ নাসেরের রেকর্ড ছিল ৫৩.০২ সেকেন্ড। অসম্ভবকে সম্ভব করে ভারতের সোনার মেয়ে নয়া ইতিহাস গড়েন।
রেজওয়ানা মল্লিক হেনা সোনডাঙ্গা হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী। তার দৌড় শুরু হয়েছিল ছোটবেলা থেকেই। ইতিমধ্যে সে করে ফেলেছে প্রচুর রেকর্ড। শুধু ৪০০ মিটারেই নয়, এশিয়ান যুব অ্যাথলেটিক্সে অপর দুটি বিভাগেও পদক জিতেছে সে। মেয়ের এই সাফল্যে খুশি রেজওয়ানার মা। তবে রেজওয়ানার এই সাফল্যের পিছনে তার পরিবারের ভূমিকা অপরিসীম। কারণ তার মা হলেন প্রাক্তন জাতীয় কবাডি খেলোয়াড় অনিমা মল্লিক।
রেজওয়ানার বাবা রেজাউল ইসলাম মল্লিক ছিলেন ন্যাশনাল কবাডি প্লেয়ার। তার কাকা সেখ আনজার আলী এশিয়ান গোল্ড মেডেলিস্ট।

মেয়ের এই সাফল্য প্রসঙ্গে রেজওয়ানার বাবা রেজাউল ইসলাম মল্লিক বলেন, “নিজেরা যা পারিনি মেয়ে সেই স্বপ্ন পূরণ করেছে। মেয়ে অলিম্পিকে সুযোগ পাবে এটাই আমাদের প্রত্যাশা।” তার পরিবার সূত্রে জানা গিয়েছে,
চার বছর বয়স থেকে পথ চলা শুরু রেজওয়ানার। প্রথম জীবনে খেলার জগতে হাতে খড়ি বাবার কাছে প্র্যাকটিসের মধ্য দিয়ে। তারপর শ্রীরামকৃষ্ণ পাঠাগারের কোচ অনূরুদ্ধ পাল চৌধুরীর কাছে চলে প্রশিক্ষণ। এরপর ২০১৯ সালে কলকাতায় কল্যাণ চৌধুরী কাছে প্র্যাকটিস শুরু করেন রেজওয়ানা। তবে বর্তমানে ব্যাঙ্গালোরে অর্জুন অজয়ের প্রশিক্ষণে রয়েছেন রেজওয়ানা। কিছুদিন আগেই অসমে অনুষ্ঠিত জুনিয়র ন্যাশনাল অনূর্ধ ১৬ বিভাগে ৩০০ মিটারে জাতীয় রেকর্ড গড়ে স্বর্ণপদক জিতেছিল রেজওয়ানা।

Related Articles

Back to top button
error: