দেশ

বিরোধীরা যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে ইতিহাস তাদের ক্ষমা করবে না: তেজস্বী যাদব

টিডিএন বাংলা ডেস্ক :  বিজেপির বিরুদ্ধে জোটবদ্ধ হয়ে বিরোধীরা লড়াইয়ে না নামলে ইতিহাস ক্ষমা করবে না। ইন্ডিয়ান এক্সপ্রসের একটি অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন তেজস্বী যাদব। তার মতে “দেশে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন গড়তে ইস্যুর অভাব নেই। তাই বিরোধী দলগুলোর উচিত মতপার্থক্য এবং ইগো সরিয়ে বিজেপি-বিরোধী ঐক্য গড়ে তোলা।‘

আরএসএস ও বিজেপি সাম্প্রদায়িক ঘৃণা সমাজে এমনভাবে ঢুকিয়েছে যে ক্ষমতা থেকে ওরা সরে গেলেও সেই বিষ পরিষ্কার করতে বহু বছর লাগবে। ওরা যদি আবার ক্ষমতায় এসে যায় তাহলে দেশের আর কিছুই বাকি থাকবে না।

মমতা বন্দ্যোপাধ্যায়, শরদ পাওয়ার এবং অখিলেশ যাদব কেন্দ্র-বিরোধী মুখ হিসেবে নিজেদের তুলে ধরেছেন। প্রভৃতি নেতৃত্ব কে এক জায়গায় এসে আলোচোনা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।
“যেদিন থেকে আমরা হেরেছি সেদিন থেকেই আমাদের ঐক্যবদ্ধ হওয়ার কাজ শুরু করা উচিত ছিল। তবুও যত দ্রুত সম্ভব আমাদের ইগো ও দ্বন্দ্ব বিসর্জন দিয়ে সবাই মিলে কাজে নামতে হবেই। নইলে সব শেষ।
কে কোন পদ পাবে সেটা বিচার না করে এখন জোট বাঁধা জরুরি। সরকার, সংবিধান না থাকলে কোন পদ থাকবে না।”

‘আমরা বিহারে সংঘবদ্ধ, কেউ বাংলায়, কেউ মহারাষ্ট্রে সংঘবদ্ধ। আমাদের উচিত প্রত্যেককে একজোট হওয়া। এগিয়ে এসে সব রাজ্য ঘুরে মানুষের কাছে যাওয়া। তাঁদের বলা আপনাদের এই সমস্যা নিয়ে আমরা আন্দোলনে করছি। বিজেপি আপনাদের এই প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু পালন করিনি। এভাবেই মানুষের মনে বিজেপি-বিরোধী একটা অবস্থান তৈরি করতে হবে।‘ আঞ্চলিক দলগুলি কোন একটি রাজ্যে শক্তিশালী। তাই তাদেরকে ওই রাজ্যে ড্রাইভারের আসন দেওয়া উচিত। তারা বিজেপিকে হারালে বিজেপি হারবে।

পাশাপাশি তিনি কংগ্রেসকে যথেষ্ট গুরুত্ব দেওয়ার বিষয়েও বলেন , কংগ্রেস কে এই জোটের ভিত্তিভূমি হতে হবে কারণ তারাই 200 আসনে সরাসরি বিজেপি র বিরুদ্ধে লড়বে। কংগ্রেসের যা আভ্যন্তরীণ সমস্যা তা দ্রুততার সঙ্গে সমাধান করা উচিত বলে তিনি মনে করেন।

“বিরোধীরা যদি এই কাজে দেরী করে তাহলে মানুষ কোন বিকল্প পাবে না। কোভিড পরিস্থিতি সত্বেও মাঠে নেমে রাজনীতি করতে হবে। নাহলে ইতিহাস ক্ষমা করবে না।”

Related Articles

Back to top button
error: