মধুচন্দ্রিমায় গিয়ে খাদে পড়ে মৃত্যু স্ত্রীর, স্বামীর দাবি সেলফি তুলতে গিয়েই ঘটেছে দুর্ঘটনা

প্রতিকি ছবি

টিডিএন বাংলা ডেস্ক: সেলফি তুলতে গিয়ে মৃত্যু হয়েছে স্ত্রীর। দাবি করলেন স্বামী। জানা গেছে, গত ২০ ফেব্রুয়ারি আগরপারায় জয়িতা দাসের সঙ্গে বিয়ে হয় দমদমের পাইকপাড়ার রাহুল পোদ্দারের। এরপর মধুচন্দ্রিমার জন্য ৪ মার্চ হিমাচলে বেড়াতে যান এই দম্পতি। হিমাচল পুলিশ সূত্রে খবর, সেলফি তোলার সময় পাহাড় থেকে পা হড়কে পড়ে যান জয়িতা দাস। মৃতের পরিবারের তরফে গোটা ঘটনার তদন্তের দাবি জানানো হয়েছে। ইতিমধ্যেই আটক করা হয়েছে ওই তরুণীর স্বামীকে। মেয়ের বাড়ির অভিযোগের আঙ্গুল স্বামীর দিকেই। যদিও ছেলেকে নির্দোষ দাবি করেছে রাহুলের পরিবার।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ৫০০ মিটার নিচে পড়ে থাকতে দেখা যায় জয়িতার দেহ। ওই জায়গা থেকে উদ্ধার করা হয় দেহ। জয়িতা দাসের দিদি মৌমিতা দত্ত জানিয়েছেন যে, হিমাচল প্রদেশের পুলিশ তাঁদের ফোন করে জানায় যে তার বোন পাহাড় থেকে পরে গেছেন এবং তারা যেন যত তারাতারি সম্ভব ঘটনাস্থলে আসেন। দেহের পোস্টমর্টেম হবে বলেও জানানো হয় তাঁদের। জেলা হাসপাতালে মৃতদেহ রয়েছে বলেও জানিয়ে ছিলেন তিনি। পাহাড়ের ধারে ছবি তুলতে যেতে কেন দেওয়া হল সেই বিষয়ে প্রশ্ন তুলেছেন মৃতার দিদি।