দেশ

‘আমি লিডার নই, ক্যাডার’, সোনিয়ার সঙ্গে বৈঠক শেষে মন্তব্য মমতার

টিডিএন বাংলা ডেস্ক : বিজেপিকে হারানোর জন্য বিরোধী জোট যে অত্যন্ত প্রয়োজন, তা আবারও জোর দিয়ে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল কংগ্রেসের দুই শীর্ষ স্থানীয় নেতাদের সঙ্গে আলাপ করেই আজ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে তাঁর বাসভবনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে যে একটা ইতিবাচক ফল মিলবে, তা অনেকেই আশা করেছিল। বুধবার কংগ্রেসের সোনিয়া গান্ধির সঙ্গে বৈঠকের পর তেমনই দাবি করলেন বাংলার মেয়ে। মমতা দাবি করেন, ‘বৈঠক ইতিবাচক হয়েছে। আশা করি আগামিদিনে ভালো ফল পাব। বিজেপিকে হারানোর জন্য সবাইকে এক হতে হবে। আমি একা কেউ নই।’ তাহলে কে হবে ২০২৪ সালে বিজেপি বিরোধী জোটের নেতা কে? এই প্রশ্নের উত্তরে রাজ্যে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উঠলেও, বুধবার দিল্লিতে সোনিয়ার সঙ্গে বৈঠক শেষে মমতা বললেন, “আমি লিডার নই, শুধুই ক্যাডার। আমি রাস্তায় লড়াই করি।”

মোদি-শাহকে হারিয়ে বর্তমানে গোটা দেশেই জনপ্রিয়তার শিখরে মমতা। সেই কারণেই এই সাপ্তাহিক দিল্লি সফরে একাধিক হেভিওয়েট নেতাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। আগামী লোকসভা ভোটকে টার্গেট করে, বিরোধী জোটের সলতে পাকানো শুরু এখন থেকেই। বুধবার সোনিয়ার সঙ্গে দেখা করেন মমতা। উপস্থিত ছিলেন রাহুল গান্ধি। তাঁদের মধ্যে প্রায় ৪০ মিনিটের বৈঠক হয়। বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এক কাপ চায়ের জন্য সোনিয়াজি ডেকেছিলেন। রাহুলজিও ছিলেন। সার্বিকভাবে আমরা রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। পেগাসাস, করোনাভাইরাস, বিরোধী ঐক্য নিয়ে আলোচনা করেছি। ভালো বৈঠক হয়েছে। ইতিবাচক বৈঠক হয়েছে। আমার আশা যে ভবিষ্যতে ইতিবাচক ফলাফল মিলবে।”

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, একটা জোট গঠন হবে। সমমনোভাবাপন্ন সব দলকে আমন্ত্রণ জানানো হবে, সেই জোটে অংশ নিতে। সূত্রের খবর, সোনিয়ার সঙ্গে এই বৈঠকের পর এবার শরদ পওয়ার এবং অখিলেশ যাদবের সঙ্গেও কথা বলবেন মমতা। মুখ্যমন্ত্রী আরও বলেন, “গোটা ভারত মোদির বিরুদ্ধে লড়বে। কে নেতৃত্ব দেবে এখনই বলা যাবে না।”

Related Articles

Back to top button
error: