HighlightNewsদেশ

“জনগণের রায় বিনম্রভাবে স্বীকার করছি… আমরা এর থেকে শিক্ষা নেব”, টুইট করলেন রাহুল গান্ধী

টিডিএন বাংলা ডেস্ক: পাঁচ রাজ্যে হতাশাজনক ফলাফলের পর জনগণের রায়কে বিনম্রভাবে স্বীকার করার বার্তা দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। উত্তর প্রদেশ, গোয়া, পাঞ্জাব, উত্তরাখন্ড, মনিপুর ৫ রাজ্যের কোথাও “উইনিং স্কোর” করতে পারেনি কংগ্রেস। কংগ্রেসের এহেন ধরাশায়ী হওয়ার পর যখন গোটা দেশের রাজনৈতিক মহলে জাতীয় রাজনীতিতে কংগ্রেসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন উঠছে সেই সময় ট্যুইট করে নিজের মন্তব্য জানালেন প্রাক্তন কংগ্রেস প্রধান রাহুল গান্ধী।

এদিন নিজের ট্যুইট বার্তায় তিনি লেখেন,”জনগণের রায়কে বিনম্রভাবে স্বীকার করছি। যাঁরা জয়ী হয়েছেন তাঁদের উদ্দেশ্যে শুভেচ্ছা রইল। কংগ্রেসের সমস্ত কর্মী এবং স্বেচ্ছাসেবকদের প্রতি তাঁদের কঠোর পরিশ্রম এবং উৎসর্গের জন্য আমার কৃতজ্ঞতা। আমরা এটা থেকে শিখব এবং ভারতের জনগণের স্বার্থে কাজ করতে থাকব।”

Related Articles

Back to top button
error: