টিডিএন বাংলা ডেস্ক: আমি যদি না জিতি, তা হলে বুঝবো কোনো জালিয়াতি হয়েছে। সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে এমনটাই মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, “আমরা দেখতেই পাব কী হচ্ছে। আপনারা জানেন আমি বহুদিন ধরে ব্যালটের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে আসছি। এই ব্যালট থেকেই সব গন্ডগোলের সূত্রপাত।” আমেরিকায় তো নানান অশান্তির পরিবেশ। আপনি কি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবেন? সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আগে ব্যালটকে বিদায় করুন তারপরে দেখবেন, খুব শান্তিতে ক্ষমতা হস্তান্তর হচ্ছে। ব্যালটগুলো নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। আপনারা সেকথা জানেন। ডেমোক্র্যাটরা একথা সবচেয়ে বেশি জানে।