অস্ত্র দেখিয়ে মহিলাকে ধর্ষণ, দোষী সাব্যস্ত করে বীমা কর্মীকে চার বছরের সাজা দিলো জঙ্গিপুর আদালত

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মুর্শিদাবাদ: রাতের অন্ধকারে ঘরে প্রবেশ করে অস্ত্র দেখিয়ে মহিলাকে ধর্ষণ করার অভিযোগে দোষী সাব্যস্ত করে এক বীমা কর্মীকে চার বছরের সাজা দিলো জঙ্গিপুর আদালত। বৃহস্পতিবার পেশায় বীমা কর্মী দক্ষিণ দিনাজপুরের সাহাবাজপুর এলাকার তহিবুর মোল্লা নামে ওই ব্যক্তির বিরুদ্ধে রায় দেয় আদালত। অভিযুক্তকে চার বছর জেল ও কুড়ি হাজার টাকা জরিমানার পাশাপাশি অনাদায়ে আরও এক বছর জেলের সাজা দেন জঙ্গিপুর ফাস্টট্রাক কোর্টের বিচারক কাজি আবুল হাসেম। জানা গিয়েছে, ২০১৭ সালের ১৬ আগষ্ট রঘুনাথগঞ্জের ফুলতলায় একটি ভাড়া বাড়িতে পেশায়
স্বাস্থ্য বীমা কর্মী মহিলাকে ধর্ষণ করে একই পেশার তহিবুর মোল্লা। তারপরেই শুরু হয় মামলা। গত বুধবার তাকে জঙ্গিপুর মহুকুমা আদালতে দোষী সাব্যস্ত করা হয়। বৃহস্পতিবার সেই মামলার রায় দেন বিচারক।