রাজ্য
জলের তোড়ে ভাসলো ফরাক্কা নিসিন্দ্রা কাটান, বন্ধ ঝাড়খন্ড-বাংলাগামী যান চলাচল
নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মুর্শিদাবাদ: প্রবল বর্ষণ ও জলের তোড়ে ভাসলো ফরাক্কা নিসিন্দ্রা কাটান। রাস্তা উপচে হু হু করে জল যাওয়ায় কার্যত বন্ধ ঝাড়খন্ড-বাংলাগামী যান চলাচল। সমস্যায় পড়েছেন ফিডার ক্যানেলের পশ্চিম পাড়ের হাজার হাজার মানুষ। রাস্তায় আটকে সারি সারি লরি। ৮০ নম্বর জাতীয় সড়ক ও ৩৪ নম্বর জাতীয় সড়কের এক মাত্র যোগাযোগের ব্যবস্থা নিশিন্দ্রা কাটানে বৃহস্পতিবার সকাল থেকেই জলের ব্যাপক তোড় লক্ষ করা যায়।