দেশ

উমর খালিদকে ২২ অক্টোবর পর্যন্ত বিচারিক হেফাজতে পাঠানোর নির্দেশ দিল আদালত; দেখা করতে পারবেন বাবা মা

টিডিএন বাংলা ডেস্ক: ইউএপিএ আইনের আওতায় দিল্লি দাঙ্গা মামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ধৃত ছাত্রনেতা উমর খালিদকে ২২ অক্টোবর পর্যন্ত বিচারিক হেফাজতে পাঠানোর নির্দেশ দিল দিল্লি আদালত। এদিন ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে অতিরিক্ত সেশন বিচারপতি অমিতাভ রাওয়াতের সামনে এই মামলার শুনানি হয়। এর আগে উমর খালিদকে দশ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিল আদালত। সেই সময় সীমা শেষ হয়ে যাওয়ার পর এদিন ফের ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে আদালতে হাজির করা হয় উমর খালিদকে।

এদিন মামলার শুনানি শুরু হলে উমর খালিদের পক্ষ থেকে তাঁর আইনজীবী ত্রিদীপ পাইস উমর খালিদের ওপর আক্রমণ হওয়ার আশঙ্কা প্রকাশ করে আদালতের কাছে অনুরোধ করেন, জেলের মধ্যে খালিদকে অতিরিক্ত নিরাপত্তা দেওয়ার বিষয়ে। এর পাশাপাশি জেলের মধ্যে তার চশমা ব্যবহার করার অনুমতি চান আইনজীবী পাইস।

এদিন ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অতিরিক্ত সেশন বিচারপতি অমিতাভ রাওয়াতের সঙ্গে সরাসরি কথা বলে উমর খালিদ জানান যে, তিনি দশ দিনের পুলিশি হেফাজতে কোনরকম তথ্যে স্বাক্ষর করেননি। তিনি একটি বই পাঠ করছিলেন যা তিনি জেলে নিজের সঙ্গে নিয়ে যেতে চান।এর পাশাপাশি তিহার জেলে যাওয়ার আগে তাঁর বাবা-মার সঙ্গে একবার সাক্ষাৎ করার অনুমতি চান খালিদ।

আদালতের তরফ থেকে খালিদকে তার বাবা-মায়ের সঙ্গে সাক্ষাৎ করার অনুমতি দেওয়া হয়েছে। তবে যেহেতু জেলে যাবার আগে তাঁর কিছু ডাক্তারি পরীক্ষা করা হবে তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যেই তার বাবা-মাকে সাক্ষাৎ করতে হবে বলে জানিয়েছে আদালত।

উমর খালিদের বিরুদ্ধে ফেব্রুয়ারি মাসে হওয়া দিল্লি দাঙ্গা মামলায় এবং উস্কানি মূলক বক্তৃতা দেওয়ার অভিযোগ করে চার্জশিট দায়ের করেছে পুলিশ। ওই চার্জশিটে আরো বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের সময় নাগরিকদের রাস্তায় নেমে অবরোধ করার আহ্বান জানিয়েছিলেন খালিদ। অপরদিকে, গত সপ্তাহে দিল্লি পুলিশের দায়ের করা অভিযোগপত্রে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে বিশিষ্ট আইনজীবী প্রশান্ত ভূষণ, সমাজকর্মী সালমান খুরশিদ,সিপিআই-এমএল পলিটব্যুরোর সদস্য কবিতা কৃষ্ণন, বৃন্দা কারাট, ছাত্র কর্মী কাওলপ্রীত কৌর, বিজ্ঞানী গওহর রাজার নাম যুক্ত করা হয়েছে।

Related Articles

Back to top button
error: