সরকারি চাকরি পেতে গেলে ছাড়তে হবে তামাক সেবন; অভিনব পদক্ষেপ ঝারখন্ড সরকারের

ছবি সৌজন্যে হেমন্ত সোরেনের ফেসবুক পেজ।

টিডিএন বাংলা ডেস্ক: সরকারি চাকরি পেতে চান? তাহলে সিগারেট, বিড়ি, গুটখায়— “না” বলতে হবে।ঝাড়খণ্ডে সরকারি চাকরি পেতে গেলে হলফনামা দিয়ে বলতে হবে, যে সংশ্লিষ্ট ব্যক্তি (পুরুষ বা মহিলা) তামাক সেবন থেকে বিরত থাকবেন। রাজ্যের ধূমপায়ীদের বা তামাক সেবনকারীদের নিরস্ত করতে আগামী ২০২১ সালের পয়লা এপ্রিল থেকে এই নিয়ম চালু হবে গোটা রাজ্যে। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে ঝারখন্ড সরকার। শুধু তাই নয়, রাজ্যের মুখ্যসচিব সুখদেও সিং-এর নেতৃত্বে তামাক কন্ট্রোল কো-অর্ডিনেশন কমিটির একটি সাম্প্রতিক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে সমস্ত দোকান তামাক জাতীয় বস্তু অর্থাৎ বিড়ি-সিগারেট গুটখা এজাতীয় জিনিস বিক্রি করে, তারা কোনো ধরনের খাদ্য বস্তু যেমন চা-বিস্কুট বিক্রি করতে পারবে না। যদিও ঝাড়খন্ডে এবিষয়ে আগে থেকে আইনি কড়াকড়ি থাকলেও এখনো পর্যন্ত মাত্র দেড়শ জন ব্যবসায়ী লাইসেন্স পেয়েছেন। কিন্তু তাদের বেশিরভাগেরই দোকানে দেখতে পাওয়া যায়, সিগারেট, বিড়ি গুটখার সঙ্গে ক্রেতাদের তাঁরা চা-বিস্কুটও সরবরাহ করেন যা, অবৈধ।

 

তামাক কন্ট্রোল কমিটির ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, খুব শীঘ্রই রাঁচি, ধানবাদ, বোকারো, খুন্তি, সরাইলা-খারসওয়ান ও হাজারীবাগকে তামাকমুক্ত জেলা হিসেবে ঘোষণা করা হবে। তারই প্রস্তুতি হিসেবে ঝাড়খণ্ডের স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ দপ্তরের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,”সরকারী চাকরিতে যাঁরা আছেন তাঁদের একটি হলফনামা দিতে হবে যে তাঁরা কোনও রূপে তামাক গ্রহণ করবেন না।”ওই কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, তামাক জাতীয় বস্তু স্কুল চত্বরের একশো মিটারের দূরত্বের মধ্যে বিক্রি করা যাবে না। যদি এই নিয়ম কেউ ভঙ্গ করেন তাহলে, তাঁর জন্য কঠিন শাস্তির বিধান রয়েছে। চলতি বছরের এপ্রিল মাসেই ঝারখন্ড সরকারের পক্ষ থেকে সমস্ত ধরনের তামাকজাত বস্তুর উপরে নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছিল যাতে, করোনা পরিস্থিতির মধ্যে রাস্তায় যত্রতত্র থুতু ফেলা বন্ধ করা যায়।

 

তবে, ধূমপান নিষিদ্ধ করা বা তামাক জাতীয় বস্তু সেবনের ক্ষেত্রে নিষিদ্ধতা জারি করার এই বিষয়টি কোন নতুন বিষয় নয়। এর আগে ২০১৪ সালে রাজস্থান সরকারের রাজ্য কর্মচারী ও প্রশিক্ষণ বিভাগের তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের কাগজে লিখিত শপথ করে বলতে হতো যে সংশ্লিষ্ট ব্যক্তি ধূমপান বা তামাক জাতীয় বস্তু(গুটখা ইত্যাদি) চর্বন করেন না।