টিডিএন বাংলা ডেস্ক: সারাদেশ যখন অধীর আগ্রহে অপেক্ষা করছে করোনার ভ্যাকসিনের সেই সময় করোনার ভ্যাকসিন লাগাবেন না বলে মন্তব্য করেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব। বিজেপির ওপর আক্রমণ করে অখিলেশ যাদব বলেন,”আমি এখন করোনা ভাইরাসের ভ্যাকসিন লাগাবো না, কারণ আমার বিজেপির উপর ভরসা নেই।” অখিলেশ যাদবের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ বলেন, তিনি প্রসন্নতার সাথেই করোনার ভ্যাকসিন লাগাবেন। ভ্যাকসিন কোনো দলের হয়না।
অখিলেশ যাদবের মন্তব্যের পরিপ্রেক্ষিতে কি টুইট করে ওমর আবদুল্লা লেখেন,”আমি অন্য কারোর বিষয়ে জানিনা কিন্তু যখন আমার সময় আসবে তখন আমি প্রসন্নতার সাথে নিজের আস্তিন গুটিয়ে নেব এবং করোনার ভ্যাকসিন লাগাবো। এই ভাইরাস যথেষ্ট ক্ষতিকারক। যদি একটা টিকা সমস্ত বিক্ষিপ্ত পরিস্থিতিকে সামাল দিতে পারে তাহলে আমাকেও সামিল করা হোক।”
I don’t know about anyone else but when my turn comes I’ll happily roll up my sleeve & get a COVID vaccine. This damn virus has been far too disruptive & if a vaccine helps bring about a semblance of normalcy after all the chaos then sign me up. https://t.co/bVOw7lPJ6w
— Omar Abdullah (@OmarAbdullah) January 2, 2021