রাজ্য

মুর্শিদাবাদে কৃষি আইনের পক্ষে মিছিল বিজেপির, বিরোধিতায় পাল্টা পথে তৃণমূলও

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মুর্শিদাবাদ: কেন্দ্রের নয়া কৃষি আইনের সপক্ষে প্রচার করতে পথে নামলো বিজেপি। বৃহস্পতিবার মুর্শিদাবাদের সুতির অজগরপাড়া মোড়ে একটি মিছিল ও জনসভার আয়োজন করে ভারতীয় জনতা পার্টির নেতৃবৃন্দ। পাশাপাশি এদিনই কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরোধিতায় মুর্শিদাবাদের সাগড়দিঘীতে অবস্থান বিক্ষোভ করলো তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার মুর্শিদাবাদের শেখদীঘি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই অবস্থান বিক্ষোভে সামিল হন সাগরদিঘীর বিধায়ক সুব্রত সাহা, তৃণমূলের ব্লক সভাপতি শেখ নুরুজ্জামান, যুব সভাপতি কেয়ামত শেখ, পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ নূর মেহবুব আলম সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। কৃষি আইনের বিরুদ্ধে জেলার মধ্যে প্রথম অবস্থান বিক্ষোভ আয়োজিত হলো সাগড়দিঘীতে।

Related Articles

Back to top button
error: