দেশ

হাথরাসে মৃত তরুণীর বাড়ি যাওয়ার পথে গ্রেপ্তার রাহুল গান্ধী, মারধরের অভিযোগ

টিডিএন বাংলা ডেস্ক: হাথরাসে মৃত তরুণীর বাড়ি যাচ্ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। কিন্তু হাথরাসের ১৪২ কিলোমিটার আগেই আটকে দেওয়া হয় তাঁদের গাড়ি। বাধ্য হয়ে পায়ে হেঁটেই যাত্রা শুরু করেন রাহুল ও প্রিয়ঙ্কা। কিন্তু রাস্তাতেই তাদের আটকে দেয় পুলিশ। গ্রেপ্তার করা হয় রাহুল গান্ধীকে।

pic collect from rahul gandhi’s page

রাহুল গান্ধী জানান, “পুলিশ একটু আগেই আমাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়েছে। আমাদের ওপরে লাঠিচার্জ করেছে। আমি প্রশ্ন করতে চাই, এদেশে কি কেবল মোদীজি রাস্তা দিয়ে হাঁটতে পারেন? সাধারণ মানুষের কি হাঁটার অধিকার নেই? আমাদের গাড়ি থামিয়ে দেওয়া হয়েছিল। তাই আমরা হাঁটছিলাম। কী অপরাধে আমাদের গ্রেফতার করা হল?”

pic collect from rahul gandhi’s page
pic collect from rahul gandhi’s page

Related Articles

Back to top button
error: