দেশ

বিজেপির স্লোগান “বেটি বাঁচাও” নয়, “তথ্য লোকাও, গদি বাঁচাও”: রাহুল গান্ধী

টিডিএন বাংলা ডেস্ক: উত্তরপ্রদেশের হাথরাসের নির্মম গণধর্ষণ-খুন কাণ্ডের পর বুধবার রাতে বলরামপুর এর অপর এক দলিত কন্যা প্রায় একইভাবে নির্মম গণধর্ষণ এবং খুনের প্রচেষ্টার শিকার হন। এমনিতেই হাথরাস গণধর্ষণকাণ্ডে নির্যাতিতার শবদেহ দাহ করা নিয়ে পুলিশের তড়িঘড়ি পদক্ষেপকে কেন্দ্র করে উত্তাল হয়ে রয়েছে গোটা দেশ। বারবার উত্তর প্রদেশে পুলিশের এহেন পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠছে। এর মধ্যেই বলরামপুরে ফের ওই একই ধরনের নির্মম ধর্ষণের ঘটনা সামনে আসতে উত্তরপ্রদেশ সরকার তথা বিজেপিরবিরুদ্ধে সরব হয়েছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী।

একটি টুইট করে রাহুল গান্ধী লেখেন,”উত্তরপ্রদেশের জঙ্গলরাজত্বে কন্যাদের ওপর অত্যাচার এবং সরকারের জোর জুলুম অব্যাহত রয়েছে।কখনো বেঁচে থাকা অবস্থায় সম্মান দেওয়া হলো না, আর মারা যাবার পর অন্তিম সৎকারের অধিকার কেড়ে নেওয়া হলো। বিজেপির স্লোগান ‘বেটি বাঁচাও’ নয়, ‘তথ্য লোকাও, গদি বাঁচাও’।”

বলরামপুরের এই নির্মম ধর্ষণ ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। বলরামপুরের পুলিশ সুপারিন্টেন্ডেন্ট রঞ্জন বর্মাকে উদ্ধৃত করে সংবাদমাধ্যম গুলো জানিয়েছে, মঙ্গলবার কাজ থেকে বাড়ি ফেরেননি ২২ বছরের ওই যুবতী। খোঁজাখুজির পরেও মেলেনি সন্ধান। গভীর রাতে অচৈতন্য অবস্থায় একটি রিক্সায় করে বাড়ি ফিরতেই তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পথেই মৃত্যু হয় তাঁর। এদিকে মেয়েটির মা স্পষ্টতই অভিযোগ করে বলেছেন, যে তাঁর মাকে ধর্ষণ করার আগে কোনও ইঞ্জেকশান দেওয়া হয়েছিল। মেরে তাঁর পা ভেঙে দেওয়া হয়। আর দাঁড়াবার ক্ষমতা টুকুও ছিল। মৃত্যুর আগে অসম্ভব যন্ত্রণায় আমি বাঁচব না বলেও চিৎকার করেছিল সে।

Related Articles

Back to top button
error: