টিডিএন বাংলা ডেস্ক: একের পর এক ধর্ষনের ঘটনা ঘটেই চলেছে উত্তরপ্রদেশ জুড়ে। হাথরাসের ঘটনার রেশ এখনো কাটেনি। তার মধ্যেই ফের ধর্ষনের ঘটনা ঘটল উত্তরপ্রদেশের আজমগড় এবং বুলন্দশহরে। একদিকে যখন সারাদেশ উত্তরপ্রদেশের হাথরাসের ভয়াবহ গণধর্ষণের শিকার নির্যাতিতার মৃতদেহ পুলিশ কেন তড়িঘড়ি গভীর রাতেই সৎকার করেছে তা নিয়ে উত্তাল হয়েছে। অপরদিকে বুধবার রাতেই বলরামপুরে আরো এক দলিত কন্যার গণধর্ষণের ঘটনা সামনে আসে। ধর্ষকদের ভয়াবহ নির্যাতনের শিকার ওই দলিত কন্যা গভীর রাতেই মারা যান। এখানেই শেষ নয়। এরপরে আজমগড় ও বুলন্দশহরে ঘটে গেছে আরো দুই ধর্ষণের ঘটনা।
মঙ্গলবার রাতে, উত্তরপ্রদেশের আজমগড় ও বুলন্দশহরে আরও দুই দলিত কন্যা ধর্ষনের শিকার হয়েছেন। আজমগড় ও বুলন্দশহরের থানার তরফ থেকে টুইট করে এই ঘটনার কথা জানানো হয়েছে। আজমগড় থানা এলাকায় নিজের বাড়িতে গিয়ে স্নান করিয়ে দেবেন এমন বলে প্রতিবেশী এক যুবক ধর্ষণ করেছেন বছর আটের এক শিশু কন্যাকে।ওই শিশু কন্যার পরিবারের তরফ থেকে জানানো হয়েছে প্রতিবেশী যুবকের বাড়িতে প্রায়ই আনাগোনা ছিল। ঘটনার দিন প্রতিবেশী ওই যুবক শিশু কন্যার মাকে বলে যে সে তার বাড়িতে নিয়ে গিয়ে স্নান করিয়ে পাঠিয়ে দেবে শিশুকন্যাকে তাই ওই শিশু কন্যার পরিধেয় জামাকাপড় সঙ্গে নিয়ে নেয় যুবক। এরপর যখন ওই শিশু কন্যা রক্তক্ষরণ নিয়ে বাড়ি ফিরে আসে তখন সন্দেহ হয় মায়ের। ডাক্তারের কাছে নিয়ে গেলে ধর্ষণ সম্পর্কে নিশ্চিত হন শিশু কন্যার মা। গুরুতর আহত অবস্থায় বর্তমানে হাসপাতালে ভর্তি ওই ৮ বছরের শিশু কন্যা।নির্যাতিত শিশুকন্যার মায়ের অভিযোগে প্রতিবেশী ওই যুবককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।
বুলন্দশহরেও প্রতিবেশীর হাতে ধর্ষিত হয়েছে বছর ১৪-র এক নাবালিকা। অভিযুক্তর বয়স ২০। মঙ্গলবার রাতে প্রতিবেশী ওই নাবালিকাকে ধর্ষণ করার পর থেকেই পলাতক ওই যুবক। পুলিশের আশ্বাস খুব শীঘ্রই তারা অভিযুক্তকে গ্রেফতার করবে। নির্যাতিত নাবালিকা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুলন্দশহর থানার পক্ষ থেকে একটি বয়ান রেকর্ড করে টুইটারে পোস্ট করে বিষয়ে জানানো হয়।