রাজ্যকে দ্বিতীয় দফায় আড়াই হাজার কোটি টাকারও বেশি আমফানের ক্ষতিপূরণ পাঠাল কেন্দ্র

টিডিএন বাংলা ডেস্ক: পশ্চিমবঙ্গে আমফানের ক্ষতিপূরণ হিসাবে দ্বিতীয় দফায় প্রায় আড়াই হাজার কোটি টাকার বেশি আমফানের ক্ষতিপূরণ পাঠাল কেন্দ্র। তবে শুধু পশ্চিমবঙ্গেই নয়, এরাজ্যের পাশাপাশি আরও পাঁচটি রাজ্যকে ক্ষতিপূরণ দিতে পারত কেন্দ্র। প্রথমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমফানের জন্য খাওয়া ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক লক্ষ টাকা। যদিও পরে বৈঠক করে রাজ্য দাবি করে আমফানের কারণে রাজ্যে ক্ষতি হয়েছে প্রায় ৩৬ হাজার কোটি টাকা। এরপর আমফানে ক্ষতিগ্রস্ত জায়গাগুলি পরিদর্শন করতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণা করেন প্রথম পর্যায় পূনর্গঠনের জন্য এক হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এরপরেও রাজ্যে তরফ থেকে বারংবার আম্ফান এর জন্য কেন্দ্রের কাছে ক্ষতিপূরণের দাবি করা হয়েছে। সেই দাবি মেনেই এবার দ্বিতীয় পর্যায়ে পশ্চিমবঙ্গের জন্য ২,৭০৭.৭৭ কোটি টাকার ক্ষতিপূরণ ঘোষণা করেছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে থাকা উচ্চপর্যায়ের কমিটি জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে এই বিপুল পরিমাণ অর্থ মঞ্জুর করা হয়েছে।