টিডিএন বাংলা ডেস্ক: আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার লেখা বইয়ে প্রশংসা ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের। সম্প্রতি প্রাক্তন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট ওবামার বই ‘আ প্রমিসড ল্যান্ড’ শীর্ষক বইটি প্রকাশিত হয়েছে। বইটিতে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং সম্পর্কে বলা হয়েছে, ‘উনি একজন নিরাসক্ত ন্যায়পরায়ণ ব্যক্তি।’
পাশাপাশি বইয়ে রাহুল গান্ধীর ব্যাপারে বলা হয়েছে, ‘প্রাক্তন কংগ্রেস প্রেসিডেন্ট এখনও ঠিক আকার নিয়ে উঠতে পারেননি। এবং এখন শিক্ষককে তুষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু কোনও বিষয়ে সিদ্ধহস্ত হতে যে মানসিকতা বা যোগ্যতার প্রয়োজন হয়, সেটা হয়তো তাঁর নেই।’