নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মুর্শিদাবাদ: দোতলা- তিনতলা বাড়ি গিলে খেল আগ্রাসী গঙ্গা। কান্নার রোল মুর্শিদাবাদের সামসেরগঞ্জের ধানঘরা, হিরানন্দপুর এলাকায়। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গঙ্গা গর্ভে তলিয়ে গেলো প্রায় ৭০ টিরও বেশি বাড়ি। বাটি ঘটি হাতে জীবন নিয়ে কোনোরকমে পালিয়ে প্রাণে বাঁচলেন বাসিন্দারা। আতঙ্কে বাড়িঘর ভেঙে অন্যত্র পালাচ্ছেন পাঁচ শতাধিক পরিবার। এলাকায় কার্যত হাহাকার অবস্থা।