আসন্ন নির্বাচনে দুবার করে ভোট দিতে বলে বিতর্কে ট্রাম্প

টিডিএন বাংলা ডেস্ক: আসন্ন নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সমর্থকদের দুবার করে ভোট দিতে বলে বিতর্কে জড়ালেন ডোনাল্ড ট্রাম্প। গতকাল নর্থ ক্যারোলিনার উইলমিংটন শহরে ভোট প্রচারের বক্তৃতা রাখার সময়ে বলেন, একবার ভোটকেন্দ্রে গিয়ে এবং আরও এক বার ডাক যোগে, অর্থাৎ মোট দুবার করে যেন তাঁকে ভোট দেন সমর্থকরা।

তিনি বলেন, “আমার সমর্থকরা কেন্দ্রে ভোট দেওয়ার পরে তারা ডাক যোগেও ভোট দেবেন। ডাক যোগে ভোট যদি এতই নিরাপদ হয়, তাহলে তো তারা ভোটই দিতে পারবেন না!” ট্রাম্পের ভাষণের পরেই তার বিরুদ্ধে সরব হয়েছেন নর্থ ক্যারোলিনার অ্যাটর্নি জেনারেল জশ স্টেইন সহ বিরোধীরা।