দেশ

ভারত চীন সীমান্ত বিবাদের মধ্যেই চিনা প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন রাজনাথ সিং

টিডিএন বাংলা ডেস্ক: ভারত চীন সীমা বিবাদের মধ্যেই চীনা প্রতিরক্ষা মন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে পারেন রাজনাথ সিং। চীনের প্রতিরক্ষা মন্ত্রী ওয়েই ফেঙ্গি সাংহাই সহযোগ সংগঠনের (এসসিওর)গুরুত্বপূর্ণ বৈঠকের সময় ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং – এর সঙ্গে দেখা করতে চেয়েছেন। রাজনাথ সিং ও ওয়ে দুজনেই এসসিওর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে বর্তমানে রাশিয়ার রাজধানী মস্কোয় রয়েছেন। মে মাসের প্রথম দিকে পূর্ব লাদাখের সীমান্ত বিরোধের পরে উভয় পক্ষের মধ্যে এটি প্রথম উচ্চ-স্তরের বৈঠক হবে। তবে এই বিরোধ নিয়ে ইতিমধ্যেই চীনা বিদেশমন্ত্রী ওয়াং ইয়ের সাথে টেলিফোনে কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

এদিকে, পূর্ব লাদাখের অনেক জায়গায় ভারত ও চীন বাহিনীর মধ্যে অচলাবস্থা অব্যাহত রয়েছে।পাঁচ দিন আগে চীনা সেনাবাহিনী প্যাংগং লেকের দক্ষিণ দিকে ভারতীয় অঞ্চল দখল করার প্রয়াস করে, যা ব্যর্থ হয়। এরপর থেকেই সীমান্ত অঞ্চলে উত্তেজনা আরও বেড়েছে।

পানগং হ্রদের দক্ষিণ উপকূলে ভারত সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ উঁচু জায়গাগুলিতে অবস্থান করছে এবং চীনের যে কোনও পদক্ষেপ ব্যর্থ করতে ‘ফিঙ্গার -২’ এবং ‘ফিঙ্গার -৩’ এর উপস্থিতি আরও জোরদার করেছে। চীন ভারতের এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছে।চীনের এই আচরণের পর সংবেদনশীল জায়গাগুলিতে অতিরিক্ত সেনা ও অস্ত্র মোতায়েন করেছে ভারতীয় সেনা। সেনা প্রধান জেনারেল এম এম নারওয়ান বর্তমানে দুই দিনের লাদাখ সফরে রয়েছেন।

Related Articles

Back to top button
error: