Highlightদেশ

ইন্দোরে মুসলিম চুড়ি বিক্রেতাকে মারধর, মন্ত্রীর কোপে আক্রান্তই

টিডিএন বাংলা ডেস্ক : বিজেপি শাসিত মধ্যপ্রদেশে এক মুসলিম চুড়ি বিক্রেতাকে বেধড়ক মারধর।তাঁর দোষ তিনি মিথ্যা নাম ব্যবহার করে চুড়ি বিক্রি করছিলেন। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল। মারধর করেই ক্ষান্ত হয়নি উন্মত্ত জনতা। তাঁর থেকে কেড়ে নেওয়া হয় ১০ হাজার টাকা। এমনই অভিযোগে চাঞ্চল্য ইন্দোর শহরে।ঘটনার কথা জানাজানি হওয়ার পরও মন্ত্রীর দুঃখপ্রকাশ করার কোনও নাম গন্ধ তো নেই-ই! উল্টে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র কথা বলেছেন হামলাকারীদের সপক্ষেই। তাঁর সাফাই, ”কেউ নিজের নাম, জাত, ধর্মের পরিচয় গোপন করলে তিক্ততা তৈরি হবেই।”

ওই চুড়ি বিক্রেতার নাম তসলিম। অভিযোগ, তিনি তাঁর নাম গোপন করতেন। রবিবার রাতে আচমকা তাঁর ওপর চড়াও হয় একদল উন্মত্ত জনতা। বেধড়ক মারধর করে তাঁকে। সঙ্গে অকথ্য গালিগালাজ। জাতপাত নিয়ে কটাক্ষ করতেও কুন্ঠাবোধ করেনি তারা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, তসলিমকে একদল লোকজন ঘিরে রেখেছে। তারা বলছেন, ”একে আর এই এলাকায় দেখতে পাবে না। তাই যা নেওয়ার এর থেকে আজই নিয়ে নাও।”
এপ্রসঙ্গে মন্ত্রী বলেন, ওই ব্যবসায়ী হিন্দু নাম ব্যবহার করছিল। তাঁর থেকে ২টি আধার কার্ড মিলেছে। পরিচয় গোপন করায় স্থানীয় মানুষদের বিবাদ শুরু হয়।
এই ঘটনায় পুলিশ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার মামলা দায়ের করেছে। আক্রমণকারী ৩ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ইন্দোর ইস্ট থানার পুলিশকর্তা আশুতোষ বাগরি বলেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখে কেউ প্রতিক্রিয়া জানাবেন না। আপত্তিকর পোস্ট করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Back to top button
error: