দেশ

ফের বিলগ্নিকরণে ঝাঁপাচ্ছে কেন্দ্র! এবার কোপ জাতীয় সড়কে

টিডিএন বাংলা ডেস্ক : ২০১৪ তে কেন্দ্রে নরেন্দ্র মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন রাষ্ট্রয়ত্ব সংস্থা বিলগ্নিকরণের পথে হেঁটেছিল। বিমানবন্দর, রেলস্টেশন সহ বিলগ্নিকরণের খাড়া নেমেছিল বিভিন্ন ধুঁকতে থাকা রাষ্ট্রয়ত্ব সংস্থাতেও। এবার জাতীয় সড়কেও বিলগ্নিকরণের ধাক্কা। ইঙ্গিত কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রে।

সূত্রের খবর, কেন্দ্র কোষাগার ভরাতে এবং বাজেট ঘাটতি মেটাতে আগামী চার বছরের মধ্যে জাতীয় সম্পত্তি বিক্রি করে ৬ ট্রিলিয়ন বা ৮১ বিলিয়ন মার্কিন ডলার তুলতে চাইছে। এরমধ্যে যেমন রেলস্টেশন, বিমানবন্দরের পরিকাঠামো আছে তেমনই জাতীয় সড়ক, বিদ্যুৎ ক্ষেত্র ও গ্যাসের পাইপলাইনগুলিও রয়েছে। ওয়াকিবহাল মহল মনে করছে, যেকোনও দিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই সংক্রান্ত একটি রোড-ম্যাপ প্রকাশ করতে পারেন। সূত্রের খবর, বিলগ্নিকরণের তালিকায় থাকতে পারে দার্জিলিংয়ের টয় ট্রেন, কলকাতা মেট্রো রেলের পরিকাঠামোও।
কেন্দ্রের যুক্তি, করোনা অতিমারীতে কর এবং রাজস্ব আদায়ে ব্যপক ক্ষতির মুখে পড়তে হয়েছে সরকারকে। এই রাজস্ব ঘাটতি থেকে উদ্ধার পেতে ২০২২ সালের মার্চ মাসের মধ্যে বেশ কয়েকটি রাষ্ট্রয়ত্ব সংস্থা বা সম্পত্তি বিক্রি করে ১ লক্ষ ৭৫ হাজার কোটি টাকা রাজকোষে জমা করা যাবে। নীতি আয়োগের সুপারিশ অনুযায়ী, কেন্দ্রীয় সচিবদের একটি কোর গ্রুপ প্রায় ৩০টি ক্ষেত্রকে চিহ্নিত করেছে। তাদের প্রায় ১০০টি সম্পত্তি বেসরকারি ব্যবহারের পথ খুলে দেওয়া হবে। এর মধ্যে যেমন বিভিন্ন সরকারি সংস্থার অব্যবহৃত জমি, বাড়ি রয়েছে, তেমনই রয়েছে জাতীয় সড়ক, রেলের প্রকল্পও।

Related Articles

Back to top button
error: