দেশ

কালি ছিটিয়ে দেওয়া হলো কেন্দ্রীয় মন্ত্রীর গায়ে!

টিডিএন বাংলা ডেস্ক : বর্তমানে তিনি কেন্দ্রীয় মন্ত্রী। নতুন পদ পাওয়ার পর হাজিপুরে নিজের কেন্দ্রে এগিয়ে ছিলেন পশুপতি পারস। কিন্তু অভিজ্ঞতা মোটেই সুখকর হলো না। কারণ তার গায়ে কালি ছেটালেন এক মহিলা! যার জেরে পোশাক নষ্ট হয়ে যায়। শেষ পর্যন্ত সেই পোশাক বদল করতে হয় মন্ত্রীকে। লজ্জাজনক এই ঘটনার জন্য লোক জনশক্তি পার্টির নেতা তথা প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ানের পুত্র চিরাগ পাসোয়ানের দিকে আঙুল তুলেছেন মন্ত্রীর ঘনিষ্ঠরা।

ঘটনা হল রামবিলাস এর মৃত্যুর পরেই ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব শুরু হয় চিরাগ পাসোয়ান ও তার কাকা পশুপতি পারসের মধ্যে। বিহার বিধানসভা ভোটের হারের পর চিরাগের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেন কাকা। জুন মাসে বিক্ষুব্ধ এলজেপি নেতারা চিরাগকে সরিয়ে পারসকে দলের অধ্যক্ষ ঘোষণা করে। সেই লড়াই গড়ায় আদালতে। চিরাগকে নাস্তানাবুদ করতে অমিত শাহের সঙ্গে দেখা করেন পারস। চিরাগকে কোণঠাসা করার ‘পুরস্কার হিসেবে’ জুলাই মাসে মন্ত্রিসভায় ঠাঁই দেওয়া হয় পারসকে। কাকার এই বিশ্বাসঘাতকতা মানতে পারেননি ভাইপো।

কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পরে একটি রাজনৈতিক মিছিলের আয়োজন করেছিলেন পারস। ওই মিছিল হাজিপুর পৌঁছানো মাত্রই হঠাৎ এক মহিলা তার গায়ে কালি ছিটিয়ে দেন। অত লোকের মাঝে ওই ঘটনায় অস্বস্তিতে পড়ে যান মন্ত্রী। যার জন্য পুরো দোষ গিয়ে পড়ে ভাইপো চিরাগের ওপর। যদিও অভিযোগ অস্বীকার করেছেন রামবিলাস পুত্র।

Related Articles

Back to top button
error: