দেশ

ত্রিরঙ্গার ওপর উঁকি দিচ্ছে পদ্ম পতাকা! কল্যাণ সিংয়ের অন্তিমযাত্রাতেও বিতর্ক

টিডিএন বাংলা ডেস্ক : অন্তিমযাত্রাতেও সঙ্গী বিতর্ক। সৌজন্যে তাঁর দল ভারতীয় জনতা পার্টি। রবিবার ছিল উত্তরপ্রদেশের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং-কে শেষ শ্রদ্ধা জানানোর অনুষ্ঠান। শ্রদ্ধা নিবেদনের সেই ছবিকে কেন্দ্র করে জোর বিতর্ক দানা বেঁধেছে। এই মুহূর্তে ট্যুইটারে ট্রেন্ডিং চলছে #BJPinsultedIndianFlag।
ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, কল্যাণ সিংয়ের মৃতদেহ শায়িত রয়েছে। তার ওপর জাতীয় পতাকা ঢাকা দেওয়া রয়েছে। জাতীয় পতাকার ওপরে রাখা হয়েছে বিজেপির দলীয় পতাকা। এর ফলে জাতীয় পতাকার সামান্য অংশ দেখা যাচ্ছে।আর সেখানে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা প্রমুখরা। বিজেপি ট্যুইটারে যে ছবি পোস্ট করেছে, তাতেও সেই একই ছবি দেখা যাচ্ছে।

ছবি ভাইরাল হতেই ময়দানে নেমেছে রাজনৈতিক দলগুলি। কংগ্রেস সাংসদ শশী থারুর ট্যুইটারে লেখেন, “জাতীয় সঙ্গীত গাওয়ার সময় আমার হাত আমার বুকের কাছে রাখার জন্য চার বছর ধরে আদালতে মামলা লড়তে হয়েছিল। এই অপমানের বিষয়ে শাসক দল কী অনুভব করছে তা দেশবাসীকে বলা উচিত বলে মনে করি।” সমালোচনা করেছেন যুব কংগ্রেস প্রধান শ্রীনিবাস বিভি। কটাক্ষ করে ট্যুইটারে লেখেন, “নতুন ভারতে জাতীয় পতাকার ওপরে দলীয় পতাকা রাখা হয়েছে, ঠিক আছে এটা?”

সমাজবাদী পার্টির মুখপাত্র ঘনশ্যাম তিওয়ারি ট্যুইটারে লিখেছেন, “জাতির ওপরে দল। তেরঙ্গার ওপরে দলীয় পতাকা। বিজেপি সর্বদা যা করে। কোনও দুঃখ নেই, অনুতাপ নেই, অনুশোচনা নেই।” প্রসঙ্গত, প্রিভেনশন অব ইনসাল্টস টু ন্যাশনাল হনার অ্যাক্টের ২ নম্বর ধারায় বলা হয়েছে, কোনও পাবলিক প্লেসে জাতীয় পতাকা পোড়ানো, পদদলিত করা বা কোনও ভাবে অসম্মান করলে তিন বছর পর্যন্ত জেল বা জরিমানা হতে পারে।

Related Articles

Back to top button
error: