ইন্দোরে মন্দিরের দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৬, মন্দির ট্রাস্টের সভাপতির উপর অনিচ্ছাকৃত হত্যার মামলা

ছবি সংগৃহীত, প্রতীকী ছবি

টিডিএন বাংলা ডেস্ক: ইন্দোরে বেলেশ্বর মহাদেব ঝুলেলাল মন্দির দুর্ঘটনায় ৩৬জন প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় মন্দির ট্রাস্টের চেয়ারম্যান সেবারাম গালানির বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার মামলা দায়ের করা হয়েছে। এই দুর্ঘটনার পর চিকিৎসাধীন রয়েছেন ২০জনেরও বেশি মানুষ।
গভীর রাত পর্যন্ত উদ্ধার অভিযান চলে। দুপুর ১২টা থেকে দেড়টার মধ্যে আরও ১৬টি লাশ বের করা হয়। শুক্রবার সকালে আবার উদ্ধার কাজ শুরু হয়। মন্দিরের দেয়াল ও সোপানের স্ল্যাব ভেঙে যাওয়ায় কুয়োর মধ্যে পড়ে যান দর্শনার্থিরা। সেনাবাহিনী ও প্রশাসনের একাধিক দল রাতভর উদ্ধারকাজ চালায়। শুক্রবার দুপুর ১২টা নাগাদ সুনীল নামে ৫৩ বছর বয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। এরপর শেষ হয় উদ্ধার অভিযান।
ঘটনাস্থলের কাছে একটি ধর্মশালায় প্যাটেল সম্প্রদায়ের লোকজন জড়ো হয়েছিল। শুক্রবার সকালে তাঁদের সঙ্গে দেখা করতে পৌঁছন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। সেসময় মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে জনতা হায়-হায় ও মুর্দাবাদ স্লোগান দেয়। এই দুর্ঘটনায় প্যাটেল সম্প্রদায়ের ১১ জনের মৃত্যু হয়েছে। সোসাইটির আধিকারিকরা বলেছেন, এখানে যাঁরা মারা গেছেন তাঁদের পরিবারের সাথে মুখ্যমন্ত্রীর দেখা করা উচিত ছিল। আধিকারিকদের আগে বলা হয়েছিল, মুখ্যমন্ত্রী পরিবারের সাথে দেখা করবেন এবং তাদের দুঃখ-কষ্ট জানতে পারবেন। পরে কর্মসূচি বাতিল করা হয়।

প্রসঙ্গত, প্রায় ৬০ বছরের পুরনো মন্দিরে বৃহস্পতিবার রাম নবমীতে পূজা চলছিল। সকাল ১১টায় শুরু হয় হবন। মন্দির চত্বরের ভিতরে, স্টেপওয়েলের গার্ডারের মেঝে দিয়ে তৈরি বারান্দায় ৬০ জনেরও বেশি লোক বসেছিলেন। দুপুর সোয়া বারোটা নাগাদ ওই স্ল্যাব ভেঙে পড়ে। এর ফলে, সবাই ৬০ ফুট গভীর সোপান কূপে পড়ে যান। নিহতদের মধ্যে ২১ জন নারী ও ১৫ জন পুরুষ রয়েছেন। এদের মধ্যে তিনজন ছেলে ও একজন মেয়ে শিশু রয়েছে।