টিডিএন বাংলা ডেস্ক: রিভলভার হাতে রাম নবমীর মিছিলে যোগ দিয়েছেন একাধিক যুবক! এমনই ভিডিয়ো টুইট করলেন একাধিক তৃণমূল নেতারা। অন্যদিকে এই ঘটনাকে সাজানো এবং বিজেপিকে বদনাম করার চেষ্টা বলে দাবি করলেন বিজেপির এক নেতা। সাধারণত তলোয়ার, গদা, তির-ধনুক ইত্যাদি নিয়ে প্রতিবছরই বিশাল ধুমধামের সঙ্গে মহা মিছিল করতে দেখা যায় হিন্দু সম্প্রদায়ের মানুষদের। কিন্তু তাই বলে একেবারে রিভলভার নিয়ে রাম নবমীর মিছিলে যোগ দেওয়া!
আজ শুক্রবার সারা দেশ জুড়ে পালিত হচ্ছে রাম নবমী উৎসব। সেই উপলক্ষে অন্যান্য রাজ্যের মত এই রাজ্যেও বিভিন্ন স্থানে চলছে মিছিল। তেমনই একটি মিছিলে বিজেপির বিরুদ্ধে রিভলভার নিয়ে যোগ দেওয়ার অভিযোগ তুলেছে তৃণমূল। তৃণমূলের ২ সাংসদ ডেরেক ও’ব্রায়েন, মহুয়া মৈত্র, দলের মুখপাত্র কুণাল ঘোষ এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ওই ভিডিয়োগুলি টুইট করেছেন। যদিও বিজেপি অবশ্য অভিযোগ অস্বীকার করে এটা তৃণমূলের ‘সাজানো’ বলে দাবি করেছে।