সুপ্রিম কোর্টে যাওয়ার টাকা থাকে, কিন্তু শংসাপত্র দেওয়ার টাকা থাকে না! হাইকোর্টের ভর্ৎসনার মুখে পর্ষদ সভাপতি

টিডিএন বাংলা ডেস্ক: কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল নিয়ে রাতারাতি সুপ্রিম কোর্টের দারস্থ হওয়ার সময় টাকা থাকে, কিন্তু পরীক্ষার্থীদের শংসাপত্র দেওয়ার সময় টাকা থাকে না! অনেকটা এই ভাষাতেই প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে ভর্ৎসনা করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ২০১৪-র প্রাথমিক টেটের শংসাপত্র এখনও দেওয়া হয়নি এমনই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দারস্থ হয়েছেন ২০১৪-র প্রাথমিক টেটের কিছু পরীক্ষার্থীরা। সেই সংক্রান্ত একটি মামলায় শুক্রবার আদালতের নির্দেশ মেনে কলকাতা হাইকোর্টে হাজির হন গৌতম পাল। কেন এখনও এই মামলাকারী পরীক্ষার্থীদের শংসাপত্র দেওয়া হয়নি? এমন প্রশ্নের উত্তরে পর্ষদ সভাপতি আদালতকে বলেন, কিছু আর্থিক সমস্যার জন্য পরীক্ষার্থীদের শংসাপত্র দেওয়া সম্ভব হয়ে ওঠেনি। আর সেই উত্তর শুনেই প্রচণ্ড ক্ষুদ্ধ হন বিচারপতি।

কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “আমার নির্দেশকে চ্যালেঞ্জ করে রাতারাতি সুপ্রিম কোর্ট যাওয়ার সময় টাকা থাকে। আইনজীবীদের পিছনে ৩০ লাখ টাকা খরচ করার সময় অসুবিধা হয় না। কিন্তু, TET-এর শংসাপত্র দেওয়ার সময় অর্থনৈতিক রীতিনীতির দোহাই!” পাশাপাশি তিনি প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমান সভাপতি গৌতম পালকে পরামর্শ দিয়ে বলেন, “মানিক ভট্টাচার্যের ফেলে যাওয়া জুতোয় পা গলাবেন না।”