আন্তর্জাতিক

ইরাকের হাসপাতালে অগ্নিকাণ্ড: এখনও পর্যন্ত মৃত্যু ৬০ জনের

টিডিএন বাংলা ডেস্ক: ইরাকের এক হাসপাতালে সোমবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এই ঘটনায় এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ৬০ জনের। ইরাকি গণমাধ্যমের খবরে প্রকাশ ইরাকের দক্ষিণাঞ্চলীয় প্রদেশের নাসিরিয়া শহরের ইমাম হোসেন হাসপাতলে আইসোলেশন ওয়ার্ডে একটি অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়। এর থেকে আগুন ধরে যায় যা পরবর্তীতে ছড়িয়ে পড়ে পুরো বিল্ডিংয়ে। ইরাকের গণমাধ্যমগুলো জানিয়েছে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজন মেডিকেল স্টাফ, ২জন নার্স, কয়েকজন স্বরাষ্ট্র দপ্তরের কর্মী সহ মোট ৬০ জনের মৃত্যুর হয়েছে। তাদের মতে মৃত্যুর সংখ্যা ১০০ ছাড়িয়ে যেতে পারে। কারণ অনেকেই এখনো পর্যন্ত আটকা পড়ে আছে। ফলে মৃত্যু সংখ্যা কত হতে পারে তা এখনই নিশ্চিত করে বলা মুশকিল। ঘটনাস্থল পরিদর্শনে আসেন ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল- কাজিমি। তিনি স্বাস্থ্য দপ্তর, ডোমকল দপ্তর ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বিষয়ে আলোচনার জন্য। সংবাদমাধ্যম জানিয়েছে ইরাকের পার্লামেন্টের স্পিকারও ঘটনাস্থল পরিদর্শনে আসবেন। এই ঘটনায় দুঃখের ছায়া পড়েছে ইরাক জুড়ে। ঠিক কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও নিশ্চিত ভাবে যানা যায়নি। উল্লেখ্য যে, চলতি বছরের প্রথম দিকে ইরাকের রাজধানী বাগদাদের ইবনে খাতিব হাসপাতালে অগ্নিকাণ্ড ঘটে। এই ঘটনায় ১১০ জনের মৃত্যু হয়েছিল বলে জানা গিয়েছে।

Related Articles

Back to top button
error: