HighlightNewsদেশ

কন্ট্রাক্ট ফার্মিংয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই,আমরা কৃষকদের থেকে সরাসরি কোনো কিছু কিনিনা; দাবি রিলায়েন্সের

টিডিএন বাংলা ডেস্ক: লাগাতার চলতে থাকা কৃষক আন্দোলনের মধ্যেই আজ কেন্দ্রের সঙ্গে অষ্টম দফা বৈঠকে বসবে আন্দোলনরত কৃষক সংগঠনের প্রতিনিধিরা। এই পরিস্থিতিতে একদিকে যখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশজুড়ে বিভিন্ন জায়গায় রিলায়েন্সের বিভিন্ন জিনিসের ব্যবহার বন্ধ করার আহ্বান জানানো হচ্ছে, জিও মোবাইল টাওয়ার ক্ষতিগ্রস্ত করা হচ্ছে(সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে প্রকাশ) তখন, কন্ত্রাক্ট ফার্মিং প্রসঙ্গে বড়োসড়ো দাবি করা হয়েছে রিলায়েন্স এর পক্ষ থেকে। রিলায়েন্সের দাবি, কেন্দ্রের তিনটি কৃষি আইনের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই এবং এই তিনটি আইন কোম্পানিকে কোনভাবে লাভ দেয় না। তারা সরাসরি কৃষকদের থেকে কোনরকম ক্রয় করেন না।

এ প্রসঙ্গে একটি বয়ান জারি করে রিলায়েন্স কোম্পানির তরফ থেকে বলা হয়েছে, কোম্পানি কখনোই কর্পোরেট বা কন্ত্রাক্ট ফার্মিং করেনি এবং ভবিষ্যতেও এ ধরনের কোনো ব্যবসা তাদের করার কোনো পরিকল্পনা নেই। কোম্পানি পাঞ্জাব, হরিয়ানা বা ভারতের কোথাও কর্পোরেট বা কন্ত্রাক্ট ফার্মিংয়ের জন্য কোনো জমি কেনেনি।

রিলায়েন্সের তরফ থেকে আরও বলা হয়েছে, রিলায়েন্স কখনোই কৃষকদের থেকে কেনার বিষয়ে কোন লম্বা সময়ের কন্ট্রাক্ট করেনি। রিলায়েন্স তার সাপ্লায়ার দেশ থেকেও এমএসপির আধারেই ক্রয় করার বিষয়ে উৎসাহ দেওয়ার পক্ষে। কোম্পানি দেশের অন্নদাতাদের সম্মান করে। কৃষকদের তাদের ফসলের জন্য উচিত দাম দেওয়া হোক। এই চিন্তাধারাকেই কোম্পানি সর্বসম্মতভাবে সমর্থন করে।

 

 

 

Related Articles

Back to top button
error: