পরীক্ষা পিছানো সম্ভব নয়, সুপ্রিমকোর্টকে স্পষ্ট জানালো ইউপিএসসি

টিডিএন বাংলা ডেস্ক: সব ব্যবস্থা সম্পন্ন। পূর্ব নির্ধারিত দিনেই হবে পরীক্ষা। করোনা পরিস্থিতির এই সময়েও পরীক্ষা পিছানো সম্ভব নয়। আজ সুপ্রিমকোর্টকে এভাবেই স্পষ্ট করে জানিয়ে দিলো ইউপিএসসি। করোনা পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত রাখার আবেদন জানিয়ে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ২০ জন পরীক্ষার্থী।

সেই মামলায় নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে বিচারপতি এএম খানউইলকরের নেতৃত্বাধীন তিন বিচারপতির ডিভিশন বেঞ্চের সামনে ইউপিএসসি জানিয়ে দেয়, সমস্ত রকম ব্যবস্থা হয়ে গিয়েছে। এখন পরীক্ষা স্থগিত রাখা সম্ভব নয়।