রাজ্য
জঙ্গি সন্দেহে ধৃতদের পরিবার ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে ডোমকল, জলঙ্গী যাচ্ছেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী
নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: জঙ্গি সন্দেহে মুর্শিদাবাদের ১০ ধৃত যুবকদের পরিবার ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে বুধবার ডোমকল ও জলঙ্গী যাচ্ছেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। এক বার্তায় মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী জানান, ইতিমধ্যেই রাজ্য জমিয়তে উলামায়ে হিন্দের জেলা প্রতিনিধিদের টিম ধৃতদের পরিবারের সঙ্গে কথা বলেছেন। তার অভিযোগ, কেন্দ্রের তদন্তকারী ওই সংস্থা জেলা পুলিশ সুপার, স্থানীয় থানা কিংবা রাজ্যকে না জানিয়ে ৯ জন যুবককে গ্রেফতার করেছে। তারা আদৌ জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত কি না তা তদন্ত সাপেক্ষ ব্যাপার। কিন্তু কিছু কিছু সংবাদমাধ্যম তাদের আগেভাগেই জঙ্গী তকমা দিয়েছে। মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী মিডিয়ার এই তকমার তীব্র নিন্দা করেন। এদিকে মুর্শিদাবাদের পাশাপাশি মালদা জেলাও সফর করবেন বলেও জানিয়েছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী।