টিডিএন বাংলা ডেস্ক: মারা গেলেন অসমের প্ৰথম মহিলা মুখ্যমন্ত্ৰী আনোয়ারা তৈমুর। সোমবার বিদেশে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৪ বছর। ১৯৮০ সালের ৬ ডিসেম্বর থেকে ১৯৮১ সালের ৩০ জুন পর্যন্ত অসমের মুখ্যমন্ত্রী ছিলেন আনোয়ারা।
Condolences to the family and well-wishers of former Assam CM, Syeda Anwara Taimur Ji. Her contributions towards Assam’s development will be remembered. May her soul rest in peace: PM @narendramodi
— PMO India (@PMOIndia) September 28, 2020