বীরভূমে গ্রেপ্তারে বাংলাদেশি দুষ্কৃতীদের ১৪ দিনের পুলিশী হেফাজত
নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, বীরভূম: বীরভূমের তৃণমূল নেতাকে খুন করতে আসা চার বাংলাদেশি সুপার কিলার এবং ধৃত চক্রান্তকারীদের পুলিশি হেফাজতের নির্দেশ দিলেন বোলপুর আদালতের বিচারক। জেলা পুলিশের পক্ষ থেকে ১৪ দিনের পুলিশি হেফাজত চাওয়া হয়েছিল এবং বিচারক তা মঞ্জুর করেন। ঘটনায় মোট ১০ জন চক্রান্তকারীর নাম উঠে এসেছে পুলিশি তদন্তে।
ধৃত বাংলাদেশিরা হলেন রফিক ফকির বাড়ি রয়ারবাগ, মুরাদ মুন্সি বাড়ি রামপুর, দিলওয়ার মিয়া বাড়ি খিলিগা, মোঃ বিল্লাল হোসেন বাড়ি খিলিগা। ওই এলাকা গুলির ঢাকা জেলায় অবস্থিত ওই এলাকা গুলি ঢাকা জেলায় অবস্থিত। অন্যদিকে জেলার চক্রান্তকারীরা হলেন সৈয়দ আনোয়ার বাড়ি শান্তিনিকেতন থানার খোঁসকদমপুর, শেখ কাজল বাড়ি বোলপুর থানার মুলুকের মিরাপাড়া, ভুতুর খান্দেকার বাড়ি সিয়ান হসপিটাল পাড়া, এবং নানুরের জিয়া পাড়ার বাসিন্দা ভুলন শেখ। মেহেরুল শেখ লাভপুর থানার গঙ্গারামপুর বাড়ি এবং শেখ রাজু এই দুজন মেদিনীপুর সংশোধনাগারে বন্দি। মেহেরুল ও রাজু এই দুজন এর বিরুদ্ধে অভিযোগ তারা সুপারি কিলার হিসেবে নিযুক্ত করেছিল। নানুর এলাকা তৃণমূলের নেতা শেখ কাজলের সঙ্গে সমস্যার কারণে ধৃত কয়েকজন এলাকাছাড়া ছিল। সেই বদলা নিতেই সুপারি কিলার দিয়ে খুনের চক্রান্ত বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত শান্তিনিকেতন থানার তালতোর এলাকা থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকসহ চারজন বাংলাদেশীসহ দুজন স্থানীয় দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে বাকিদের সন্ধান পায়। বোলপুর আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন।