“সকল ধর্ম, সম্প্রদায়, বর্ণ ও ধর্মের মানুষের অধিকার রক্ষা করা আমাদের কর্তব্য”;সংখ্যালঘু অধিকার দিবস উপলক্ষে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ছবি সৌজন্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজ।

টিডিএন বাংলা ডেস্ক: আজ ১৮ ডিসেম্বর, জাতীয় সংখ্যালঘু অধিকার দিবস। এই উপলক্ষে সকল ধর্ম বর্ণ ও ধর্মের মানুষেররক্ষা করার বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি টুইট করে মুখ্যমন্ত্রী লেখেন,”আজ সংখ্যালঘু অধিকার দিবস। ভারত বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ভূমি এবং সকল ধর্ম, সম্প্রদায়, বর্ণ ও ধর্মের মানুষের অধিকার রক্ষা করা আমাদের কর্তব্য। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। একতাই বল, বিভাজন আমাদের নিপতিত করে।”

এর পাশাপাশি ২০১১ সাল থেকে রাজ্যে প্রচলিত “ঐক্যশ্রী” প্রকল্পের কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী আরো লেখেন,”পশ্চিমবঙ্গ সরকার সংখ্যালঘু শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের জন্য ‘ঐক্যশ্রী’ প্রকল্প পরিচালনা করছে। ২০১১ সাল থেকে, সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য ৫,৬৫৭ কোটি টাকা মূল্যের ২.০৩ কোটি বৃত্তি প্রদান করা হয়েছে, যা দেশের মধ্যে সর্বোচ্চসংখ্যক।”