HighlightNewsআন্তর্জাতিকদেশ

রুশ বিদেশ মন্ত্রীর সঙ্গে বৈঠক জয়শঙ্করের, রাশিয়ার জন্য “অর্থ-বাজার” খুলল ভারত

টিডিএন বাংলা ডেস্ক: ইউক্রেনের সঙ্গে প্রায় একমাস ব্যাপী যুদ্ধের আবহে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ গতকাল ভারতে এসেছেন। আজ শুক্রবার দিল্লির হায়দ্রাবাদ হাউসে লাভরভের সঙ্গে বৈঠকে বসেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সূত্রের খবর, এই বৈঠকে ইউক্রেন যুদ্ধ থেকে অপরিশোধিত তেল আমদানি ও “রুবেল রুপি মেকানিজম” তৈরি নিয়ে দু’পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। এই বৈঠক প্রসঙ্গে একটি টুইট করেছেন রুশ বিদেশ মন্ত্রী লাভরভ।

প্রসঙ্গত, ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর এটাই রুশ বিদেশমন্ত্রীর প্রথম ভারত সফর। বিশ্লেষকদের মতে, একদিকে যখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জব্দ করতে রাশিয়ার ওপর একগুচ্ছ আর্থিক নিষেধাজ্ঞা চাপিয়েছে আমেরিকা, ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, জাপান সহ একাধিক দেশ, সেই সময় বন্ধু ভারতকে আরো কাছে চাইছে রাশিয়া। বিশেষ করে বাণিজ্য ও তেল রপ্তানির ক্ষেত্রে ভারতের বাজারে নজর রয়েছে মস্কোর। ইতিমধ্যেই মার্কিন নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে রাশিয়ার জন্য দেশের “মানি-মার্কেট” অর্থাৎ “অর্থ-বাজার” খুলে দিয়েছে ভারত।

এবার থেকে ভারতের শেয়ারবাজারে লগ্নি করতে বা বন্ড ইস্যু করে টাকা তুলতে পারবে রাশিয়া। বিশ্লেষকদের মতে, সস্তায় তেলের বদলে এটাই রাশিয়ার সরকারের জন্য মোদি সরকারের উপহার। জানা গিয়েছে, সোভিয়েতের পতনের পর থেকে রিজার্ভ ব্যাংকে থাকা একটি অ্যাকাউন্ট ব্যবহার করে ভারতের বাজারে লেনদেন করতে পারবে রাশিয়া। রাশিয়া থেকে অস্ত্র কেনা বাবদ ওই অ্যাকাউন্টের মাধ্যমেই মস্কোকে টাকা দিচ্ছে ভারত।

Related Articles

Back to top button
error: