HighlightNewsরাজ্য

এবার নওশাদ সিদ্দিকীর মুক্তির দাবি জানালো জামাআতে ইসলামী!

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: এবার আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর মুক্তির দাবি জানালো জামাআতে ইসলামী হিন্দের রাজ্য সভাপতি আব্দুর রফিক সাহেব। গতকাল সংগঠনটির পক্ষ থেকে সংবাদমাধ্যমকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, তারা রাজ্য সরকারের কাছে অবিলম্বে নওশাদ সিদ্দিকীর কারাবাস থেকে মুক্তির দাবি জানাচ্ছেন। একজন জনপ্রতিনিধিকে গ্রেফতার করে জেল বন্দি করে রেখে রাজ্য সরকার অসংবেদনশীলতার পরিচয় দিচ্ছে বলেও প্রতিবাদ জানানো হয়েছে ওই বিবৃতিতে।

এই প্রসঙ্গে জামাআতে ইসলামী হিন্দের রাজ্য সভাপতি মাওলানা আব্দুর রফিক বলেন, “২১ জানুয়ারি আইএসএফ-এর রাজনৈতিক কর্মসূচি ছিল। রাজনৈতিক আন্দোলন করার অধিকার প্রত্যেক দলের আছে। কোনো রাজনৈতিক দলের কর্মসূচির ওপর অন্য কোনো দলের পক্ষ থেকে প্ররোচনা দেওয়া বা হামলা করা নিন্দনীয় কাজ। আইএস এফ এর কর্মী-সমর্থক ও তৃনমূলের কর্মীদের মধ্যে পারস্পরিক হামলা ও পাল্টা হামলার জেরে যে গণ্ডগোলের সূত্রপাত বলে অভিযোগ, এই ক্ষেত্রে পুলিশ-প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে উদ্যোগী হওয়া বাঞ্ছনীয় ছিল।”

ওই বিবৃতিতে তিনি আর মন্তব্য করেন, “তবে ঐ দিন অবরোধকারীদের সঙ্গে পুলিশ-প্রশাসনের দ্বন্দ্ব এবং বিশৃঙ্খল পরিস্থিতির উদ্ভব যাতে না হতে পারে, সেই দিকে উভয়পক্ষকে নজর দেওয়া প্রয়োজন ছিল। বাড়াবাড়ি কোনো অবস্থাতেই কাম্য নয়।” একই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, “নওশাদ সিদ্দিকী একজন জনপ্রতিনিধি। তাকে গ্রেফতার করে কারাবাসে নিক্ষেপ করা এবং জামিন না দেওয়া সরকারের অসংবেদনশীলতার পরিচয় বহন করছে। এতে জনসমাজে ভুল বার্তা যাবে বলে মনে করি।”

Related Articles

Back to top button
error: