HighlightNewsরাজ্য

ঈদের আনন্দ ভাগ করে নিতে হাওড়াতে প্রশাসন ও পথচারীদের হাতে ফুল ও সিমাই তুলে দিল জামায়াতে ইসলামী

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা : গতকাল ভারত তথা উপমহাদেশের দেশগুলিতে সারম্বরে উদযাপিত হল মুসলিমদের পবিত্র ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর। বৈচিত্র্যের মধ্যে ঐক‍্যের এই দেশে ঈদের আনন্দে সামিল হয়েছে অমুসলিমরাও। এবার পুলিশ, প্রশাসন, সাংবাদিক ও পথচারীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল একটি মুসলিম সংগঠন জামায়াতে ইসলামী হিন্দ। হাওড়া জেলার বাঁকড়া শাখার পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবছরও পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ ব্যক্তি, সাংবাদিক ব্যক্তিবর্গ সহ পথচলতি সাধারণ মানুষের হাতে ঈদের প্রীতি শুভেচ্ছা স্বরূপ তুলে দেওয়া হয় গোলাপ ফুল, পানীয় জল ও সিমাইয়ের প‍্যাকেট।

যখন সকলে ঈদের আনন্দে নিজের পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছে তখন ঈদের আনন্দ ভাগ করে নিতে জামায়াতে ইসলামী হিন্দের এই অভিনব উদ্যোগে আপ্লুত পথচলতি মানুষ থেকে প্রশাসনের কর্তাব‍্যক্তি সকলেই। তারা অপ্রত্যাশিত ভাবে অভিনব পদ্ধতিতে ঈদের শুভেচ্ছা পেয়ে খুবই খুশি বলে জানিয়েছেন। সামাজিক সম্প্রীতি বজায় রাখতে এই ধরনের সমাজ সেবা মূলক কাজ বেশি বেশি করে প্রয়োজন বলে প্রশংসা করেছেন প্রশাসনের কর্তাব‍্যক্তিরাও।

Related Articles

Back to top button
error: