HighlightNewsদেশ

ভারতকে “হিন্দু রাষ্ট্র” বানানোর শপথ বিজেপি বিধায়কের, ভাইরাল ভিডিও

টিডিএন বাংলা ডেস্ক: ভারতকে হিন্দুরাষ্ট্র বানানোর লক্ষ্যে শপথ নিলেন হরিয়ানার বিজেপি বিধায়ক অসীম গোয়েল। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে, সুদর্শন টিভির প্রধান সুরেশ চভানকে একটি শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতকে ‘হিন্দুরাষ্ট্র’ বানানোর উদ্দেশ্যে শপথ গ্রহণ করছেন এবং তারপর সেই একই শপথ গ্রহণ করছেন বিজেপি বিধায়ক সহ অন্যান্যরা।
জানা গিয়েছে, রবিবার আম্বালার আগরওয়াল ভবনে ওই শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করে ‘সামাজিক চেতনা সংগঠন’। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই অনুষ্ঠানের একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। সুদর্শন টিভি প্রধান সুরেশ চভনকে নিজে ওই শপথ গ্রহণ অনুষ্ঠানের ভিডিও ক্লিপিং টুইট করেছেন। বিতর্কিত ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, সুরেশ চভনকে বলছেন, আমরা হিন্দুস্তানকে হিন্দু রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে যাবতীয় ত্যাগ স্বীকার করব। যে কোন মূল্যে এই কাজ করব। আমাদের পূর্বপুরুষরা যেন আমাদের সেই শক্তি দেন। এরপর বিজেপি বিধায়ক অসীম গোয়েল সহ অন্যান্যরাও সমবেতভাবে এই একই শপথ বাক্য উচ্চারণ করছেন।

এ প্রসঙ্গে অসীমকে প্রশ্ন করা হলে তিনি সংবাদমাধ্যমকে জানান,”বিজেপি বিধায়ক হিসেবে নয়, আমি একজন হিন্দু হিসেবে ওই শপথ নিয়েছি। একজন হিন্দু হিসেবে আমি গর্বিত।” তিনি আরো বলেন, ইসলাম এবং খ্রিস্টান ধর্মের মানুষ ও একজন হিন্দু, যদি তার ভারতের প্রতি শ্রদ্ধা থাকে। যারা এখানে থাকতে চায় তাদের হিন্দুরাষ্ট্র অনুযায়ী ভারতীয় হিসেবে থাকতে হবে।
প্রসঙ্গত, ভারতকে ‘হিন্দুরাষ্ট্র”-এর আখ্যা এই প্রথমবার দেওয়া হয় নি। আরএসএসের তরফ থেকে বারংবার ভারতকে ‘হিন্দুরাষ্ট্র’ বলেই দাবি করা হয়েছে। আরএসএস প্রধান মোহন ভাগবত একাধিকবার প্রকাশ্যে জানিয়েছেন, ভারত একটি ‘হিন্দুরাষ্ট্র’ এবং এ নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। মোহন ভাগবতের সেই মন্তব্যের সুরই এবার প্রতিফলিত হল আম্বালার বিজেপি বিধায়কের স্বরে।

Related Articles

Back to top button
error: