রাজ্য

হাজার মানুষের অশ্রু ধারায় বিদায় আব্দুল মুজিদ সাহেবের

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা,কলকাতা: গত কাল বিনা মেঘে বজ্রপাতের মত খবরটা ছড়িয়ে পড়ে সারা বাংলা জুড়ে। মাওলানা আজাদ একাডেমির মহাপরিচালক আলহাজ্ব আব্দুল মুজিদসাহেব আর নেই। আকস্মিক হার্ট এটাকে সন্ধ্যা সাতটায় তিনি পরম প্রভূর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন পরপারে। আজ দুটা তিরিশ মিনিটে একাডেমি ভবনে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয় ।নামাজে জানাজায় অংশ গ্রহণ করেন বিধায়ক ইদ্রিস আলী, সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, মামুন ন্যাশনাল স্কুলের সম্পাদক কাজী ইয়াসীন, রহমত এ আলম মিশনের আব্দুল লতিফ,আমিনুল আম্বিয়া কলম পত্রিকার আলী আকবরসহ অগণিত গুণমুগ্ধ ছাত্র ও অভিভাবক।
নামাজের আগে মরহুমের স্মৃতি চারণ করেন অনেকেই। তাঁর পরকালীন জীবনের শান্তি কামনা করেন। মরহুমের রেখে যাওয়া কাজ সম্পন্ন করার জন্য সকলের কাছে আবেদন জানানো হয়।

Related Articles

Back to top button
error: