প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৩ অক্টোবর থেকে শুরু করবেন মিশন বিহার; সাসারাম থেকে শুরু করে মোট ১২টি র্যালিতে অংশগ্রহণ করবেন মোদি
টিডিএন বাংলা ডেস্ক: বিহারের নির্বাচনী লড়াই শুরু হতে আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। এই পরিস্থিতিতে জয় সুনিশ্চিত করতে উঠে পড়ে লেগেছে এনডিএ। বিজেপির স্টার প্রচারক হিসেবে আগামী ২৩ অক্টোবর বিহার যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে তিনটি জনসভায় বক্তৃতা দেবেন মোদি। শুধু তাই নয় সূত্রের খবর অনুযায়ী, মোট ১২টি র্যালিতে অংশগ্রহণ করবেন মোদি। প্রথম পর্যায়ের বিহারের নির্বাচনের আগে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে সঙ্গে নিয়ে ২৩ অক্টোবর প্রথমেই সাসারাম, এরপর গোয়া এবং তারপরে ভাগলপুরের জনসভায় বক্তৃতা দেবেন নরেন্দ্র মোদি।
এরপর ২৮ অক্টোবর ফের বিহার যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দ্বিতীয়বার অংশগ্রহণ করবেন র্যালিতে। ২৮ অক্টোবর প্রথমে দ্বারভাঙ্গায় তারপর মুজাফফরপুর এবং পাটনার জনসভায় অংশগ্রহণ করবেন। এরপর ১ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাপড়া, পূর্ব চম্পারন এবং সমস্তিপুরে র্যালি করবেন। এর দুদিন পর অর্থাৎ ৩ নভেম্বর পশ্চিম চম্পারন, আরারিয়া এবং সহরসায় আয়োজিত র্যালিতে অংশগ্রহণ করবেন।