দেশ

একজন অভিনেতার মৃত্যুর অর্থ সাংবিধানিক ব্যবস্থার ব্যর্থতা নয়; মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসনের দাবিতে দায়ের করা আবেদন পত্র খারিজ করল সুপ্রিম কোর্ট

টিডিএন বাংলা ডেস্ক: বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু এবং এই মামলার তদন্তে মুম্বাই পুলিশের ভূমিকা প্রসঙ্গে মহারাষ্ট্রের রাষ্ট্রপতি শাসনের দাবিতে দায়ের করা আবেদন পত্র খারিজ করল সুপ্রিম কোর্ট। দিল্লির বাসিন্দা বিক্রম গেহলোট, রিশভ জৈন এবং গৌতম শর্মা মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে সংবিধান মেনে চলতে ব্যর্থতার অভিযোগ করে মহারাষ্ট্রের রাষ্ট্রপতি শাসনের দাবিতে শীর্ষ আদালতে দায়ের করেন একটি আবেদনপত্র। ওই আবেদনপত্র সরাসরি খারিজ করে দিয়ে প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন বেঞ্চ এলিন জানিয়ে দেয়,”আপনি কি বলতে চান একজন বলিউড অভিনেতার মৃত্যুর অর্থ রাজ্যের সাংবিধানিক ব্যবস্থা ব্যর্থতা?”এর জবাবে আবেদনকারীদের পক্ষ থেকে রিটার্ড নৌসেনা আধিকারিক মদন লাল শর্মার ওপর হওয়া মারধরের ঘটনা এবং কঙ্গনা রানাউতের দপ্তরের একটি বড় অংশ ভেঙে ফেলার ঘটনা উল্লেখ করা হয়। তবে এই সমস্ত যুক্তি অগ্রাহ্য করে আদালত জানিয়ে দেয়,”আপনি মুম্বাইয়ের একটি দুটি ঘটনার উল্লেখ করেছেন। আপনি কি জানেন যে মহারাষ্ট্র একটি কত বড় রাজ্য?”এরপর আবেদনকারীদের পক্ষ থেকে তাদের দাবি নিয়ে ফের একবার বিবেচনা করার অনুরোধ করা হল প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়ে দেয়,”একজন নাগরিক হিসেবে আপনি রাস্ট্রপতির কাছে যেতে পারেন। আমাদের কাছে আসার প্রয়োজন নেই।”

Related Articles

Back to top button
error: