দেশ
তেলেঙ্গানায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫০
টিডিএন বাংলা ডেস্ক: তেলেঙ্গানায় ভয়াবহ বন্যা পরিস্থিতিতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫০। বৃষ্টিতে নিচু এলাকাগুলি জলমগ্ন হয়ে পড়েছে। উদ্ধারের কাজ শুরু করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। খোলা হয়েছে ত্রাণ শিবির। দুর্গতদের কাছে খাবার ও ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে। রাজ্যে প্রায় ছয় হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও রাজ্যের ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে বৈঠকে বসেন। পাশাপাশি১ হাজার ৩৫০ কোটির আর্থিক সাহায্যের জন্য চিঠিও লেখেন প্রধানমন্ত্রীকে।