HighlightNewsদেশ

কংগ্রেস ছেড়ে সমাজবাদী পার্টিতে যোগ দিলেন কপিল সিবাল

টিডিএন বাংলা ডেস্ক: বড়সড় ধাক্কার সম্মুখীন কংগ্রেস শিবির। কংগ্রেসের বিক্ষুব্ধ জি-২৩ গোষ্ঠীর সদস্য তথা বর্ষিয়ান নেতা কপিল সিবাল ত্যাগ করলেন হাত শিবির। বুধবার উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদবের সঙ্গে দেখা করে তাঁর উপস্থিতিতেই সমাজবাদী পার্টির সদস্য হিসেবে রাজ্যসভার সাংসদ পদের জন্য মনোনয়ন পেশ করলেন কংগ্রেসের সদ্য-প্রাক্তন নেতা কপিল সিবাল। এদিন কপিল জানিয়েছেন, গত ১৬ মে তিনি কংগ্রেসের সদস্য পদ ত্যাগ করেছেন।
প্রসঙ্গত, কপিল সিবালের রাজ্যসভার সাংসদ পদের মেয়াদ শেষ হওয়ার পথে। পেশায় আইনজীবী কপিল সিবাল কংগ্রেসী রাজনীতির সঙ্গে বহু বছর ধরে যুক্ত ছিলেন। দীর্ঘদিন ধরে কংগ্রেস সাংসদ হিসেবে রাজ্যসভায় মোদি সরকারের বিরুদ্ধে তাঁর তীক্ষ্ণ আক্রমণ নজর কেড়েছে। তবে এবার কংগ্রেসের সদ্য সমাপ্ত চিন্তন শিবিরের পর কংগ্রেস তাকে আবার রাজ্যসভায় পাঠাবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। কংগ্রেসের বিক্ষুব্ধ জি-২৩ গোষ্ঠীর নেতা কপিল সিবাল দাবি করেছেন, গত ১৬ মে তিনি কংগ্রেসের সদস্যপদ ত্যাগ করেছেন।
সম্প্রতি, কংগ্রেসের বর্তমান নেতৃত্বের সঙ্গে মতের অমিল হওয়ার পর কংগ্রেসের পরিচালন পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন কপিল সিবাল। এরপর কিছুদিন আগেই শেষ হওয়া জয়পুরের চিন্তন শিবিরে বিক্ষুব্ধ জি-২৩ গোষ্ঠীর দুই নেতা আনন্দ শর্মা ও গোলাম নবী আজাদকে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হলেও, কংগ্রেসের সেই তালিকা থেকে বাদ পড়ে যান কপিল সিবাল। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এতেই আরো খানিকটা ক্ষুব্ধ হন কপিল সিবাল। আর তাই, চিন্তন শিবির শেষ হওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই কংগ্রেস ত্যাগ করেন তিনি।
এদিন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব এবং রামগোপালকে পাশে নিয়ে রাজ্যসভার মনোনয়ন পেশের পর কপিল সিবাল বলেন,”আমি বরাবরই মোদি বিরোধী কথা বলে এসেছি। উত্তর প্রদেশের সঙ্গে আমার বহুদিনের সম্পর্ক। আশা করছি, একই ভূমিকায় সপার হয়েও সংসদে আওয়াজ তুলতে পারব।”

Related Articles

Back to top button
error: