Highlightদেশ

কেরালা হাইকোর্টে ধাক্কা লাক্ষাদ্বীপ প্রশাসকের, মাংস ও ডেয়ারি ফার্ম বন্ধে অন্তর্বর্তী স্থগিতাদেশ

টিডিএন বাংলা ডেস্ক : কেরালা হাইকোর্টে ধাক্কা লাক্ষাদ্বীপের প্রশাসক প্রফুল প্যাটেল এর। দ্বীপপুঞ্জের মিড ডে মিলে মাংস বন্ধ এবং ডেয়ারি ফার্ম বন্ধের যে বিতর্কিত খসড়া আইন এনেছিল , তাতে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল কেরালা হাইকোর্ট।

কেন্দ্রীয় সরকার এবং লাক্ষাদ্বীপ প্রশাসনকে দু’সপ্তাহের মধ্যে বিস্তারিত হলফনামা পেশের নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি এস মণিকুমারের নেতৃত্বাধীন দুই সদস্যের ডিভিশন বেঞ্চ।

আইনজীবী আজমল আহমেদের করা জনস্বার্থ মামলায় প্রধান বিচারপতি নেতৃত্বাধীন বেঞ্চ জানায় বিস্তারিত হলফনামা দাখিল না করা পর্যন্ত দুটি বিষয়ে কোনও পদক্ষেপ করা যাবে না।
সেই রায়কে স্বাগত জানিয়েছে দেশের বিভিন্ন প্রান্তের নেতৃত্ব। টুইটারে কেরালার প্রাক্তন অর্থমন্ত্রী থমাস আইজ্যাক বলেন, ‘একনায়ক প্রশাসক এই প্রথম বড়সড় ধাক্কা খেলেন। তাঁর অন্যান্য বিতর্কিত সিদ্ধান্তগুলির বিরুদ্ধেও আদালতে যাওয়া হবে।’

আইনি আবেদনে আজমল দাবি করেন, দ্বীপপুঞ্জবাসীর দীর্ঘদিনের খাদ্যাভ্যাস পরিবর্তনের জন্য ‘বিদ্বেষপরায়ণ অভিপ্রায়’ নিয়ে সেইসব নির্দেশ দিয়েছেন প্রশাসক। যে আইনের মাধ্যমে মুসলিম-অধ্যুষিত দ্বীপপুঞ্জে গো-হত্যা এবং গোমাংস ভক্ষণের উপর নিষেধাজ্ঞা চাপানো হবে।
তিনি আরো অভিযোগ করেন, গুজরাতের দুগ্ধজাত দ্রব্যের জনপ্রিয়তা বৃদ্ধির জন্য স্থানীয় ডেয়ার ফার্ম বন্ধের নিয়ম করেছে গুজরাতের প্রাক্তন মন্ত্রী তথা লাক্ষাদ্বীপের বর্তমান প্রশাসক।

বিভিন্ন পক্ষ এবং স্থানীয় মানুষদের সঙ্গে কোনওরকম আলোচনা না করেই নয়া খসড়া আইন নিয়ে আসা হয়েছে ,যা সংবিধানের ১৪ নম্বর ধারা, গোপনীয়তার অধিকার এবং জীবনযাত্রার অধিকার লঙ্ঘন করে বলে জানিয়েছেন তিনি।

ইতিমধ্যে শুধুমাত্র নিরামিষ খাবার দেয়ার জন্য মিড মে মিল প্রদানের দায়িত্ব বেঙ্গালুরুর একটি স্বেচ্ছাসেবী সংস্থার হাতে তুলে দেয়ার পরিকল্পনাও চলছে বলে অভিযোগ করেন আজমল।

Related Articles

Back to top button
error: