ইউক্রেনের খেরসেন রাশিয়ার দখলে! দাবি রাশিয়ান সামরিক বাহিনীর

প্রতীকী ছবি

টিডিএন বাংলা ডেস্ক: ইউক্রেনের খেরসেনে নিজেদের নিয়ন্ত্রণ কায়েম করেছে রাশিয়া। এমনটাই দাবি জানানো হয়েছে রাশিয়ান সামরিক বাহিনীর পক্ষ থেকে। ইতিমধ্যেই রাশিয়ান সেনাবাহিনীর প্যারার্ট্রুপাররা ইউক্রেনের দ্বিতীয় সর্বাধিক জনবহুল শহর খারকিভে হামলা করেছে। ইউক্রেনের সেনাবাহিনীর মন্তব্য অনুযায়ী রাশিয়ান সেনা ওই শহরে প্রবেশের সাথে সাথে দুই দেশের সেনার মধ্যে তুমুল সংঘর্ষ বাধে।

অন্যদিকে, রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধকালীন পরিস্থিতি প্রসঙ্গে এদিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে লাভবান হলেও এর পরিণাম সুদূরপ্রসারী হবে। রাশিয়া খারকিভ, কিভ এবং অন্যান্য ইউকনিয়ান শহরের সাধারণ নাগরিকদের বসতি অঞ্চলগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। ভারতীয় বায়ু সেনার ভাইস চিফ ইয়ার মার্শাল সন্দীপ সিং বলেছেন যে তিনটি সি – ১৭ বিমান ইউক্রেনে আটকে থাকা ভারতীয় নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে ইতিমধ্যেই রওনা হয়েছে। তিনি আরো জানিয়েছেন, সমস্ত ভারতীয়দের ফিরিয়ে না আনা পর্যন্ত এই অভিযান চব্বিশ ঘণ্টা জারি থাকবে।