Highlightরাজ্য

করোনা ভাইরাস : কমছে ট্রেন, নতুন সময়সূচির ঘোষণা কলকাতা মেট্রোর

টিডিএন বাংলা ডেস্ক : আগামী ২৬ এপ্রিল থেকে করোনা মহমারি রুখতে কম মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। শুক্রবার এ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবার থেকে সোমবার থেকে শুক্রবার ৫ দিন ২৩৮টি করে মেট্রো চলবে। শনিবার চলবে ১০৯টি মেট্রো। রবিবার আপ ও ডাউনে ৫০টি করে মেট্রো চলবে। স্টেশনের কর্মী, চালক, কারশেড ও সাব-স্টেশনের কর্মীরা করোনায় আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মেট্রো পরিষেবা সচল রাখা প্রায় অসম্ভব হয়ে পড়েছে মেট্রো কর্তৃপক্ষের কাছে। কার্যত এই পরিস্থিতির স্বীকার হয়েই এ সিদ্ধন্ত কলকাতা মেট্রো কর্তৃপক্ষের।

সোমবার থেকে মেট্রো সময়সূচিতে ও বদল আনা হয়েছে। আপ সকাল ৮:৫৪ মিনিট থেকে সন্ধে ৭:০৪ পর্যন্ত এবং ডাউনে ট্রেন চলবে সকাল ৯ টা থেকে সন্ধে ৭:২৮ পর্যন্ত। শনিবার ৭-৮ মিনিটের ব্যবধানে চলবে ট্রেন। রবিবার ট্রেনের সংখ্যা অনেকটাই কম থাকে তাই সেদিন প্রায় ১৫ মিনিটের ব্যবধানে ট্রেন চালানো হবে।

Related Articles

Back to top button
error: